কর্দমাক্ত পথে হাঁটার সময় সমস্ত চিন্তা যেমন
নিমগ্ন হয়—কীভাবে কাদা এড়িয়ে চলা যায়;
আমার চিন্তাও তেমনি তোমাতে মগ্ন। আমি
কর্দমাক্ত পথ চলতে চলতে তোমায় ভাবি, এমনকি
ব্যস্ত রাস্তা পার হওয়ার সময়ও।
তোমায় ভাবি পরীক্ষার হলে, চাকরির ইন্টারভিউতে,
এমনকি যখন বাংলাদেশের শেষ এক বলে এক
রান প্রয়োজন, তখনো...
রায়হান কায়সার
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




