সূরা ফালাকে আল্লাহ কেন শয়তান হতে আশ্রয় চাইতে বলেছেন, অথচ শয়তানকে তো তিনিই তৈরী করেছেন অতএব এইটা আল্লাহর কালাম হইতে পারেনা।
১৪০০ বছর আগে আবু লাহাবকে অভিশাপ দেওয়া হয়েছে ,এইটা এখনো মানুষে নামাজের মধ্যে পড়ে , ছি!ছি!ছি! এটা মানা যায় না।
আফ্রিকাতে লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাচ্ছে, অথচ আল্লাহ থাকলেতো অবশ্যই ওদের খাওয়াতো, অতএব আল্লাহ নাই।
ভূমিকম্প,ঝড়,ঘূর্নীঝড়, বন্যায় কতো লোক মারা যায়, যদি আল্লাহ থাকতো তাহলে এদের অবশ্যই বাচাতো, অতএব আল্লাহ নাই।
সূরা ফীল এ কোন আরবাহার হস্তীবহর কে ছোট পাখিরা ছোট পাথর দিয়ে হত্যা করেছে, বর্তমানে তাইলে আম্রিকার বাহিনীকে আল্লাহ সেই রকম করতেছে না, অতএব এইটা রুপকথা এবং আল্লাহ নাই।
পৃথিবীটা গোল কেন, এটা ফ্লাট ওতো বানানো যেতো, আল্লাহ কি গোল পৃথিবী দিয়ে ফুটবল খেলবে নাকি?
ইরাক,আফগান,গাজায় কতো আল্লার ঘর মসজিদ ধংস লো, অথচ আল্লহ এসে তার ঘর রক্ষা করলেন না, অতএব আল্লা নাই।
কবরে নাকি মরার পর শাস্তি হবে, কই হইতে কোন কেরানী এসে আমার লাশের পাশে বসে আমার পাপের হিসেব নিবে?
খোদায় আটখানা বেহেস্ত আর ৭ খানা দোযখ বানাইলো কেন? দোযখ কম কেন? জবাই চাই।
আমি মুক্তমনা হইবার চাই, সবই আমার পার্সোনাল কিউরিসিটি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




