মুখে শুধু দেশপ্রেম আউড়ালে চলবে না, কালকে রাস্তায় দেখা যাবে কারা প্রতিরোধ করছে। এই নিয়ে লাইলী মজনুর একটা গল্প আছে কে আসল প্রেমিক। মজনু দিন দুনিয়া ভুলে লাইলীর প্রাসাদের সামনে নির্জিবভাবে বসে আছে, ধ্যান করে বসে আছে ওখানে। এদিকে লাইলী প্রাসাদে বন্দী থাকলেও মজনুর জন্যে দাস-দাসী দিয়ে খাবার পাঠান। এই খাবারের লোভে অনেক লোক সেখানে বসে থাকে। ওরা নিজেদের মজনু পরিচয় দিতো লাইলীর পাঠানো খাবার খাওয়ার জন্যে। দিন দিন এদের সংখ্যা বাড়তেই থাকে। সবাই বলে সবাই মজনু, সবাই লাইলীকে ভালোবাসে। এবার লাইলী ভাবলেন এদের পরিক্সা করা হবে, কে আসল প্রেমিক মজনু?
লাইলী তার দাসকে পাঠালেন একটা পেয়ালা হাতে। মজনুকে বললেন এক পেয়ালা রক্ত দিতে হবে লাইলীকে। এক পেয়ালা রক্ত চায় লাইলী একথা শুনে খাবারের লোভে আসা নকল মজনুরা সব পালিয়ে গেলো। শুধু যে আসল মজনু সেই নিজের শরীর হতে এক পেয়ালা রক্ত দেয় লাইলীকে। লাইলীর পরিক্ষায় এই আসল মজনুই সিলেক্ট হয়, লোভে আসা গুলো বিলুপ্ত হয়।
কালকে দেখা যাবে কে আসল দেশপ্রেমিক আর কে নকল।
বোনাস একটা ছবি দিলাম, বড় করে দেখুন আর পল্টিবাজদের চিনে রাখুন। Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




