ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে প্রথমবারের মতো তিন দিনব্যাপী প্রজাপতি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে এ মেলার আয়োজন করে।
মেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপনে জীববৈচিত্র্য নির্দেশক হিসেবে প্রজাপতির ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিকল্প আয়ের উৎস হিসেবে প্রজাপতি লালন ও সংরক্ষণ প্রয়োজন। প্রজাপতির বহুবিধ ব্যবহার এবং তা রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও বেকারত্ব দূর করা সম্ভব।
সরকার এ বিষয়টি বিশেষ বিবেচনা করবে বলে তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এ বাশার বলেন, বাংলাদেশে দু'শ প্রজাতির প্রজাপতি রয়েছে। যা অমূল্য সম্পদ। জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক এবং গবেষণা প্রয়োজন।
তিনি জানান, ১৯৯৯ সাল থেকে ২০ জন গবেষক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১৮০ টি প্রজাতির প্রজাপতি ও তাদের আলোকচিত্র সংগ্রহ করেছেন। তিনি ইকোট্যুরিজমকে জনপ্রিয় করতে প্রজাপতি পার্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




