একদিন দেখো সবুজ ছায়া মেঘলা আকাশ থাকবে না
ঝর্ণা পাহাড় নদীর কায়া শিল্পী কোন আঁকবে না
আলোর কুসুম আনতে সেদিন দোয়েল পাখি ডাকবে না
বটের তরু আঁচল দিয়ে রোদের ধমক ঢাকবে না
শাপলা কমল হাসবে না
নৌকা ডিঙ্গি ভাসবে না
পানকৌড়ি আর আসবে না
এ দেশ ভালোবাসবে না।
কারণ তুমি তোমার সবুজ ধূসর করেই চলেছো
পাহাড় নদী খিদের জ্বালায় সাবাড় করেই ফেলেছো
কারণ তুমি নিজেই নিজের গলায় চেপে ধরেছো
কারণ তুমি নিজেই নিজের চলায় দেয়াল গড়েছো।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




