সুদূর দিল্লীর মসনদে ইহার জন্ম। রাজ দরবার হইতে উৎপত্তি হইয়া আম জনতার শোষনের জন্য নয়া মাত্রা যোগ করিয়া এই বাংলায় ইহার প্রবেশ ঘটিয়াছে। খাজনা আদায়ের জন্য অত্যাচার নিপীড়ন এর কথা খোদিত হইয়াছে যুগে যুগে কালে কালে।
মনে প্রশ্ন জাগে বাংলা নববর্ষ বাঙ্গালী জাতিকে কি দিয়াছে?
মহাজনের দায়মুক্তি ও হালখাতা নবায়নের বেনিয়া পদ্ধতি এই নববর্ষকে ঘিরে আন্দোলিত হয়, তাহাতে এই গরীব মানুষগুলোর ভাগ্যের কি উন্নয়ন করিয়াছে এই নববর্ষ?
মনে প্রশ্ন জাগে বাংলা নববর্ষ বাঙ্গালী জাতিকে কি দিয়াছে?
আধুনাকালে বটমূলে বোম হামলা এবং তাহাতে ১০ ব্যক্তির মৃত্যু তারপর বাঙ্গালী ঐহিহ্যবাহী তদন্তগতিকে অতিক্রম করিয়া আজও কোন কুল কিনারা দেখা পাওয়া যাইতেছে না।
মনে প্রশ্ন জাগে বাংলা নববর্ষ বাঙ্গালী জাতিকে কি দিয়াছে?
একপাশে পড়িয়া থাকে অভুক্ত শিশু আর অন্যপাশে চলে হাজার টাকা ইলিশ সংস্কৃতি তাহা দেখিয়া .....
মনে প্রশ্ন জাগে বাংলা নববর্ষ বাঙ্গালী জাতিকে কি দিয়াছে?
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




