পবিত্র ঈদের দিনের কতিপয় সুন্নাতসমূহ:
১. খুব ভোরে ঘুম থেকে উঠা
২. গোসল করা
৩. মিসওয়াক করা
৪. চোখে সুরমা লাগানো
৫. সামর্থ্য অনুযায়ী নতুন কিংবা পরিস্কার -পরিচ্ছন্ন পোশাক পরিধান করা
৬. বারো হাত পাগড়ী পরিধান করা
৭. আতর ব্যবহার করা
৮. নামাযের পুর্বে ছদাকাতুল ফিতর আদায় করা
৯. ঈদুল ফিতর নামাযের পুর্বে কিছু মিষ্টান্ন খাওয়া
১০. তিন, পাচ, সাত ইত্যাদি বেজোড় সংখ্যক খেজুর বা খোরমা খাওয়া
১১. মহল্লার (এলাকার ) মসজিদে গিয়ে ফজরের নামায পড়া
১২. ঈদগাহে হেটে যাওয়া
১৩. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা
১৪. সকাল সকাল ঈদের নামায পড়ার জন্য ঈদগাহে যাওয়া
১৫. ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া । সম্ভব না হলে এলাকার মসজিদে ঈদের নামায পড়া
১৬. শরীয়তের সীমার মধ্যে থেকে খুশী প্রকাশ করা
১৭. ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে দোয়া পড়া । দোয়াটি হলো- আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ।
(সমুহ ফিকাহ এর কিতাব )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




