"হ্যামিলিনের বাশিওয়ালা" গল্পটি পরে খুব মজা পেয়েছিলাম।একজন জাদুর বাশিওয়ালা যে কিনা বাশি বাজিয়ে মুক্ত করেছিল হ্যামিলিনের ছোট্র শহরটাকে, মুক্তি দিয়েছিল হ্যামিলিন বাসীকে । সেই সময় ভাবতাম আহ্ আমার যদি এরকম একটা বাশি থাকত তবে আমিও তার মত ঝোলা নিয়ে ঘুরে বেড়াতাম্ দেশ থেকে দেশ । হাজার হাজার মানুষ আমার পথ চেয়ে বসে থাকত । আমি বাশি বাজিয়ে মানুষের সকল সমস্যা দূর করে দিতাম । সে্ই আগ্রহে বাশি কিনে বাজানোর অহেতুক প্রচেষ্টা করেছিলাম। একটু বড় হয়েই বুঝতে পেরেছিলাম এটা বাস্তবে কোনদিন সম্ভব নয়। বাস্তবে কেউ বাশি বাজিয়ে দূখ কষ্ট দূর করতে পারেনা ।
আমাদের এই ছোট্র দেশটির সাথে হ্যামিলিনের খুব মিল খুজে পাই । যেখানে মানুষ আছে কিন্তু মানুষের মধ্যে মনুষত্য বোধ হাড়িয়ে গেছে। প্রতি পাচ বছর পর পর আমরা সবাই আশা নিয়ে বসে থাকি এই বুঝি আমাদের কষ্টের দিন শেষ হবে। এই বুঝি আমাদের দেশটা বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে । কিন্তু তা হবার নয়, সবাই তো সেই ইদুর ।
মাঝে মাঝে মনে হয় কি হতো সৃষ্টিকর্তা যদি একজন হ্যামিলিনের বাশিওয়ালাকে পাঠাতো আমাদের এই দেশে । যে তার ঝোলা থেকে জাদুর বাশি বাজিয়ে সমস্ত পাপ আর দূনীতিকে নিয়ে পরিশুদ্ধ করে দিত আমাদের এই ছোট্র দেশটাকে।
ভাবনার শেষটা থাকে "হাউ চাইল্ডিস" এ স্বপ্ন কি কখনও পূর্ন হবার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




