
ডক্টর পিয়াস করিম সদ্য জেগে উঠা সুশীল বুদ্ধি জীবির মুখোশ পড়া বি,এনিপি জামাতের একজন সক্রিয় কর্মী। তার কথাবার্তা যুক্তি উপস্থাপন দেখে একজন সদ্য জন্ম দেওয়া শিশুও চোখ বন্ধ করে বলে দিতে পারবে ডক্টর পিয়াস করিমের আসল রুপ উদ্দেশ্য কি।
গত ২৫ শে সেপ্টম্বর ২০১৪ রাত্রে বি,এন,পি নেতা সাদেক হোসেনের মালিকানাধীন বাংলাভিশন চ্যানেলের একটক শো অনুষ্টানে আবারো তার আসল রুপ প্রকাশ হলো।
ঐ টকশো অনুষ্টানে বির্তকের ফাকে এক পর্যায়ে ডক্টর আরাফাত স্যারকে সারা সরাসরি লক্ষকরে অভদ্র আর কর্কশ ভাষায় বলেন মুখ সামলিয়ে কথা বলুন , পরে তিনি লায়ার লায়ার বলে সম্বোদন করতে থাকেন।
এক পর্যায়ে পিয়াস করিম উদ্যত আর উদ্ভট আর শিষ্টারবর্জিত ভাবে ডক্টর আরফাতকে বলেন
চামচা , দালাল, দালালি করে ক্ষমতায় যারা চেষ্টা করেতেছেন।
পিয়াস করিমের এই রকম উদ্যত আর শিষ্টাচার বর্জিত, অসৌজন্য আচারণ দেখে সত্তি আবাক আর হতবম্ব হয়ে যায়।
পিয়াস করিম যে যুক্তিতে ডক্টর আরাফাতকে দালাল বলেছেন বা ক্ষমতায় যাবার জন্য দালালি ডক্টর আরাফাত করতেছেন বলেছে।
ঠিক একই যুক্তিতে যদি বলি
পিয়াস সাহেব তা হলে আপনিও কি বি,এন,পি জামাতের দালালি করেতেছেন ক্ষমতায় যাবার জন্য?
পিয়াস করিমকে আরো বলতে চায়।
আপনি তো দালালি করতেছেন র্দুনীতিবাজ, চোর আর রাজাকারের। সেটা কতটুকু লজ্জা তা বিবেচানা করে দেখবেন দয়া করে।
উপসংহারে পিয়াস করিম সাহেবকে কিছু উপদেশ দিতে শেষ করতে চায়।
যদিও আমার মত সাধারণ মানুষের কাছে পিয়াস করিমের মত কাউকে উপদেশ বা জ্ঞান দেবার মত সমর্ত নেই, তারপর বলছি।
হে শ্রদ্ধেয় সুশীল বুদ্ধিজীবি, ডক্টর পিয়াস করিম সাহেব।
আওয়ামীলীগ বা বি,এন,পি কারো দালাল না হয়ে আমাদের মত সাধারণ গরীব সাধারণ মানুষের দালালী করুন। দেশের কথা চিন্তা করুন। বাকস্বাধীনতার নামে মিডিয়ায় সামনে এই সব উদ্ভট অসৌজন্য আচারণ করবে না।
ভিডিওটি দেখতে এইখানে ক্লিক করুন Click This Link
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




