১৫০ ম্যাচ পর
কোন কিছু লেখার আশার ফুল ভাই অবস্থা দেখেন:
"টেস্ট"
২০০৮
নিজিল্যান্ড ০
'' ২৩
'' ৩৫
'' ১
দক্ষিন আফ্রিকা ৩৪
২৪
০
৪
নিউজিল্যান্ড ২
০
০
দক্ষিন আফ্রিকা ১
১৩
১
২১
শ্রীলংকা ১২
১০১
৪৫
৭
২০০৯
ইন্ডিজ ৬
৩
১২
৩
২০১০
ভারত ২
২৭
৩৯
২৫
নিউজিল্যান্ড ১২
২
এই হল আমাদের ব্যাটিং পিলারেরে রানের হালখাতা।ওয়ানডে তেও একই হাল।অথচ উ শু দা আশরাফুল বলতে দিওয়ানা।কেন তাকে বিশ্রাম দেয়া হল এটা তার মাথায় ঢুকানা। এত চমৎকার পারফর্মেন্স??আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আশরাফুল বাংলাদেশের সবচেয়ে বেশী সুযোগ পাওয়া খেলোয়ার।টানা খারাপ খেলার পরও তার জায়গা লড়েনাই।সে এই সুজোগ কাজে লাগাতে পারেনাই। বিশ্রাম দেয়া হল। আর আশার ফুল জাতী্য লীগে দুই ইনিংসে চশমা পেলেন।তার এই পরিণতির জন্য অবশ্যই দায়ী তার স্বভাব আর এই সব বাজারী সাংবাদিকতা।যেখানে অন্যান্য খেলোয়ারেরা এক ইনিংসে ১০ রান করলেই পরের ৫ ম্যাচ দলের বাইরে চলে যান সেখানে সে সুযোগ পেয়ে কি বালটা করল?মাঝে তার আহাম্মকি এত বাড়ল যে ৫ বল খেলে ০ করে কট আউট হওয়ার পরও বলত"যতক্ষণ ছিলাম ছন্দে ছিলাম, ঐ বলটা যে কি হল? বুঝলামনা।"
সে নিজেকে প্রকাশ্যে বাংলাদেশের জয়ের একমাত্র কারণ ও ভাবত। বর্তমানের বিশ্রাম আশরাফুলের জন্য শাপে বর।ও নিজেকে চিনুক। ফি বছর কোটি টাকা কামিয়ে দেশকে কি দিল ভাবুক। প্রতিভা থাকাটাই সব নয়।আশরাফুল ফিরে আসুক আমাদের আশার মনুষ হয়ে এটাই আমাদের আশা।কিন্তু তাই বলে কলমের খোঁচায় তাকে দেবতা বানানোটা মানতে পারিনা।
উ শু জায়গায় বলেন"বাংলাদেশ দলে থাকলে পাঁচতারা হোটেলে থাকতেন। বিলাসবহুল বাসে করে মাঠে আসতেন-যেতেন। সেখানে আশরাফুলকে থাকতে হচ্ছে খুলনার সাধারণ এক হোটেলে। খেলছেন জাতীয় লিগে, যেটির ব্যবস্থাপনার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের আলোকবর্ষ দূরত্ব। বিশ্রামটা হচ্ছে কোথায়?"
আমার প্রশ্ন আশরাফুল তো পুরো টীমের সাথেই সাধারন হোটেলে ছিলেন তাইনা।সবাই যদি থাকতে পারে তবে কি সমস্যা?আশরাফুল তো এদেশের কাদা জলেই মানুষ।এ নিয়ে আশরা নিশ্চয়ই উৎপল বাবুর কানে কানে নালিশ করেনি?এত আগ বাড়িয়ে দরদ কেন ????
সবশেষে আশরাফুল ফিরে আসুক নিচের ছবিটির মত।ভালো করুক বাকিটা জীবন।
আর কয়েকটা দিন কলাম লেখা থেকে বিশ্রাম নিন উৎপল শুভ্র।এসব বাজারী দরদমাখা কলাম লিখে ওকে আর নষ্ট করবেন না। অনেক তো হল...।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




