১।ফ্ল্যাশব্যাক
ভেবেছিলাম, টার্ম ফাইনালটা শেষ হোক। পুরোদমে উইকিবাজি শুরু করবো। সিনিয়র ভাইয়ারা পরামর্শ দিলেন, যা করার পিএল-এই শুরু করে দাও। পিএল খুবই প্রোডাক্টিভ সময়। এই সময়টাতে শরীর আর মনে যে জোশ আসে, তাতে ইন্টেলের চিপ ডিজাইন করাও তখন তুচ্ছ মনে হয়। আর উইকি তো উইকিই। সো, দেরি না করে লেগে পড়লাম উইকির ক্রিকেটপল্লী গোছগাছের কাজে। আগেই একটা পোস্টে বলেছি, আমাদের ক্রিকেটপল্লীর অবস্থা বেশ খারাপ। দেখলে লজ্জা লাগে + একটু আবেগী হলে আপনার চোখে পানিও এসে যেতে পারে। তো, পানি-টানি মুছে সাকিব আল-হাসানের বাংলো ডেকোরেশনের কাজে লেগে গেলাম। আমি বাপু মোটেও ক্রিয়েটিভ মানুষ না। সারাজীবন অন্যের রিপোর্ট কপি-পেস্ট করে এসেছি। উইকিতে এসেও এই ধারা থেকে বেরুতে পারলাম না। গোটা ইংরেজী পাতাটা মেরেকেটে বাংলা উইকিটা ঠিকঠাক করলাম। আপনারা চাইলে বাংলোটা একটু ঘুরে আসতে পারেন। ডেকোরেশনে কোন ভুলত্রুটি থাকলে আমার গোচরে আনবেন। বেটার হয়, যদি নিজেরাই ভুলত্রুটি শুধরে নেন। আপাতত পরীক্ষার ফাঁকে ফাঁকে তামিমের বাংলোটা ডেকোরেট করার চেষ্টা করবো। দেখা যাক, কদ্দূর কী হয়।
২।স্বপ্ন ও ভালবাসার গল্প
লোকে বলে, বাঙ্গালী নাকি বিরাট বজ্জাত প্রজাতির প্রাণী। এদের কেউ একজন গাছে উঠলে বাকি দশজন তাকে গাছ থেকে নামানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। উইকিতে এসে দেখলাম পুরাই উল্টা কাহিনী। উইকিপিডিয়ান ভাইয়ারা আমাদের সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন। নিজের অভিজ্ঞতার কথাই বলি। 'বহিসংযোগ' আর 'তথ্যসূত্রে'র পার্থক্যটা ঠিক ধরতে পারছিলাম না। আলাপ পাতায় নাকি সাহায্য চাওয়া যায়। কীভাবে সাহায্য চাইবো, কার কাছে চাইবো---সব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম। ওমা, একদিন আলাপ পাতা খুলে দেখি, 'মনিরুজ্জামান' নামের এক উইকিপিডিয়ান ভাইয়া নিজের গরজে এসে আমাকে পার্থক্যটা ধরিয়ে দিলেন। আমার আবার প্রসেসর স্লো। একটা জিনিস দুইবার না বুঝিয়ে দিলে বুঝতে পারি না। একটু পর দেখি, আলাপ পাতায় 'নতুন বার্তা' এসেছে। 'তানভীর' ভাইয়া এসে উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পানির মত সোজা করে দিলেন। সত্যি বলছি, ভাইয়াদের এহেন ভালবাসা পেয়ে আমি মোটামুটি অভিভূত। যারা কিছুটা হলেও উইকিতে লিখতে ভয় পান, তাদের জন্য বলছি, ভয়ের কিচ্ছুটি নেই। একবার সাহস ও সময় করে লেখা শুরু করুন, সিনিয়র উইকিপিডিয়ানরা তো আছেনই। আর আমার মত পেন্টিয়াম-২ যখন উইকিতে লিখতে পেরেছে, আমার ধারণা, সবাই যদি সদিচ্ছা নিয়ে এ পাড়ায় লেখালেখি শুরু করে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা আমাদের ছোট ভাই-ভাতিজাদের বলতে পারবো, "'Sakib Al-Hasan' লিখে সার্চ করিস কেন, গাধা? বাংলায় 'সাকিব আল-হাসান' লিখে সার্চ করতে পারিস না?"
৩।সবশেষে একটি বিজ্ঞাপন
আপনি কি জানেন, সাকিব কোন এলাকার ছেলে?
আপনি কি জানেন, কোন ট্যুরে সাকিবের ক্রিকেট অভিষেক হয়?
আপনি কি জানেন, সাকিবের সাথে আর কোন কোন ক্রিকেটারের ডেব্যু হয়?
আপনি কি জানেন, প্রথম টেস্ট উইকেট পেতে সাকিবকে কয়টি টেস্ট অপেক্ষা করতে হয়েছিলো?
আপনি কি জানেন, সাকিবের প্রথম শিকার ছিলেন কে?
এ সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে ক্লিক করুন নিচের লিঙ্কে ।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
আপনাদের উৎসাহ-আশকারা পেলে এ জাতীয় 'উইকিবাজি' ভবিষ্যতেও অব্যাহত থাকবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



