দেখা যাচ্ছে সব কিছুই জানা ব্লাগার দের ।আমার সম্পর্কে অজানা তেমন কিছু ই নেই ।কারন অকারনে সময় অসময়ে আমি আমার কথা সব কথাই ব্লগে প্রকাশ করি ।তবু ও খুজে খুজে বের করলাম ।
ঃ ----
আমার স্মৃতি শক্তি খুব কম ।তবে মাছের মত কয়েক সেকেন্ডের না ।তার থেকে কিছু বেশি ।তবে পড়াশোনার ক্ষেএে এতটা খারাপ থাকেনা । 6 মাস আগের কথা আমার কিছুই মনে নেই । এমনকি 1 বার দেখে কারও চেহারা মনে করতে পারিনা ।(আম্মাআআ)
আমি খুব সাধারন কারনে ভয়ানক রেগে যাই তবে খুব দ্রুত সব ভুলে যাই ।
যাই করিনা কেন পরে পস্তাবো হবে সেটা মনে করিনা ।
যে কোন কিছুর জন্য আমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিই ।দেরি করা আমার পচ্ছন্দ না।
নিতান্তই বোকা কখন চালাক মনে করি তবে বিশ্বাস করি আমি অবশ্যই ভুল কিছু করি না ।
এই হলো 5 টা কথা আমার ব্যাপারে । সব কিছুর পর আমি খুব অসাধারন ভাবে বেচে থাকতে চাই ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



