কিছু লিখতেও রাগ লাগে কেন তোকে নিয়ে লিখবো ?কেন
তুই চলে যেতে পারিস না অন্য কোথাও ,মানে দূরে কোথাও ,যেখানে আমার বেহায়া ভালোবাসা রা তোকে খুজে পাবে না, একটা কথাও তোকে ছোবে ,যা তুই ,দূরে যা
তুই চলে গেলে আমি থাকবো কেমনে?একবার তো বললিনা ,নাহ তুই যা ,তোর চলে যাওয়াই দরকার ,তুই যা
তুই চলে যাবি ?? না যাইসনা প্লিজ ,আমি শুধরায় যাবো,,বেপোরোয়া হবোনা, ভালোনা বাসলে বেহায়া হবো না , তোকে ফোন দিবো না ,তোর খবর কারো কাছে জানতে চাবোনা ,অস্তির হবো না - ভালোবাসা না থাকলে না থাক ,তুই থাক
হয়ত একদিন আমিও শুধরায় যাবো ,সত্যি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


