রোজকার ভীড়ে আমি হাজারটা স্মৃতি হারাচ্ছি ,হঠাৎ করে মাথার একটা পাশ থেকে এভাবে মুছে যাওয়া কথাগুলো হয়ত কখনই ফিরে আসবেনা ,,,,এরচেয়ে ঢের ভালো পুরানো জন্জাল গুলো মগজে পুতে রাখা ,এভাবে কিছু হারাতে নেই,খুব একলা লাগে
আর কিছু চাওয়ার নেই,কারো কাছে না,কোথাও না ,প্রকৃতি আমাকে চমকাবে না,পরবেওনা ,তার চেয়ে বরং ঢের ভালো অতীতের সেই একলা চলা, একলা চলো.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


