এইটা কি কোন যুক্তি,শেষে হনুমান কোলে কোরআন?
ঈমানি জোশের প্রিয় ভাইবোন মাথাটা খেলান-ঘুরান।
যে হিন্দু তার দেবী মা'কে করে বছরে এদিন পুজা,
হিম্মতে তার কুলোয় এ কাজ হিসেব কি নয় সোজা?
কোরআনের এহেন অবমাননায় কার কতটুকু লাভ?
কার কাঁধে যায় চাপানো দোষটি কার ক্রেডিটের ভাব?
ঘোলা জলে মাছ শিকার করার কাদের সতত চেষ্টা?
কার লাভে গুড় বৃহঃস্পতির ঘোলাটে রেখে এ দেশটা?
কাদের সময়ে এদেশে হবেই 'সাম্প্রদায়িক' দাঙ্গাটি?
হিন্দু-যবন বেঁধে গেলে রণ, কার রবি হয় রাঙ্গাটি?
কারা গুলিয়েছে চেতনার ঘোল কাদের সে পানে তৃপ্তি?
কারা হয় অতে ফুলে ফেঁপে ঢোল ললাটে বিজয় দ্বীপ্তি?
এসব কি আর রকেট সাইন্স হে পুরনো হিস্ট্রি জানো না?
হনুমান কোলে কোরআন পেলেই খুঁজে পাও অবমাননা!
ওরা তো এটাই চাইছে ওদের এই ইস্যু টেকার খুঁটি,
আমরা বাঙাল জোশের কাঙাল আর কত হবো গুটি?
সরি বস আমি মানুষই অমন দু'লাইন বুঝেছি বেশি,
ঘর পোড়া গরু বৃষ্টির আগেই মেঘ কোথা বুঝে ঘেঁষি।
প্রজ্ঞা কি নয় মেঘ বুঝে চলা আপনিও মাথা ঘামান,
'সাম্প্রদায়িক' নাম নিয়ে খেলা দৈত্যটাকেই থামান।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩০