হেনা ভাই মানে রম্য, হেনা ভাই মানে হাসি;
হেনা ভাই মানে দিন শেষে ফিরে ব্লগিংটা ভালোবাসি।
হেনা ভাই মানে প্রাঞ্জল, হেনা ভাই সুখপাঠ্য;
হেনা ভাই মানে অতি চেনা'খন নিয়ে লেখা মহা নাট্য।
হেনা ভাই মানে আড্ডা, হেনা ভাই মানে মস্তি,
হেনা ভাই আটপৌরে জীবনে হিমেল পশলা স্বস্তি।
হেনা ভাই মানে বন্ধু, হেনা ভাই মানে মিত্র;
হেনা ভাই মানে মধ্যবিত্ত টুনাটুনি হালচিত্র।
হেনা ভাই মানে সুক্ষ, হেনা ভাই মানে দৃষ্টি;
হেনা ভাই মানে বাঙ্গালীয়ানার ষোলআনা খাঁটি কৃষ্টি।
হেনা ভাই মানে সাধারণ, হেনা ভাই মানে প্রিয়মুখ;
আমার কাছে না হেনা ভাই মানে আগাগোড়া এক ভালো লোক।
হেনা ভাই মানে রসের ফোয়ারা ব্লগের কিং অব রম্য;
হেনা ভাই মানে শুধু 'হেনা ভাই' চির সে অনতিক্রম্য।
হেনা ভাই নেই তাতে কি আমরা ভুলিনি জন্মতিথীকে;
'নয়নতারা' ও 'তাইজি বুড়ির' প্রিয় দাদুভাই'র স্মৃতি কে।
[ছোট নাতনী তাইজি বুড়ির জন্মদিনে পারিবারিক অনুষ্ঠানে হেনা ভাই]
[হেনা ভাইয়ের দু'নয়ন আদরের দুই নাতনী নয়নতারা ও তাইজিবুড়ি]
[২০১৬-এ নিজ বাসভবনে হেনা ভাই ও ব্লগার সাদা মনের মানুষ ওরফে কামাল ভাই]
[২০২১-এর জন্মদিনে বাইপাস সার্জারীর পর তাঁকে দেখতে যাওয়া প্রিয় বন্ধু ও সহব্লগার সাদা মনের মানুষ ওরফে কামাল ভাই এবং ছড়াকার প্রামানিক ভাইয়ের সঙ্গে নিজ বাসভবনে হেনা ভাই]
[হেনা ভাইয়ের প্রকাশিত শেষ গল্পগ্রন্থ 'স্বপ্ন বাসর']
ছবিঃ হেনা ভাইয়ের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ ভোর ৬:২৫