সম্ভবত আমি আবার আরেকটা ঝামেলায় পড়তে যাচ্ছি। কারন একটু আগে আবিষ্কার করলাম, গতকাল রাতে হাস্পাতালের মেডিসিন কর্নারে আমার মানিব্যাগটা ফেলে এসেছি, যদিও সম্পূর্ন দোষ আমার নয় (কার দোষ সেটা আর নাইবা বল্লাম)। সকালে অফিস আসার আগে স্বভাবতই মানিব্যাগের খোজ পড়ে, এলোমেলোভাবে খোজার পর যখন পেলাম না; বাসায় বলে আসলাম যেন খুজে পেলে জানায়। একটু পর জানতে পারলাম বাসায় নাই; সাথে সাথে হাস্পাতালের মেডিসিন কর্নারে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যারা ছিলেন রাত ৯টার দিকে তাদের মধ্যে মাত্র একজন আছেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম, কোন ওয়ালেট তারা পায় নাই। তারপর সামনের ড্রয়ার খুলে দেখালো যে যদি থাকতো, তবে এখানেই পাওয়া যেত। আমি যারপরনাই হতাশ কারন মানিব্যাগে আমার দুটে বাংকের এটিএম কার্ড ছিল। ঈদের ঠিক আগে আমি এখন টাকা তুলবো কিভাবে? মাথা পুরাই দুলতেছে।
বাসায় আবার গেলাম, গিয়ে রাম খোজা দিলাম, পেলাম না। মেজাজ মোটামুটি সপ্তমে। অতি মেজাজ খারাপের সময়, আমি সাধারনতঃ কারও সাথে কথা বলি না; ঠিক এমনই সময় আমার জন্য রাখা চা-এ এক চুমক দিলাম; মেজাজ সাথে সাথেই ফুল পিকে চলে গেল। প্রচন্ড বিস্বাদ ছিল চা-টা। এবার আর নিজেকে আটকে রাখতে পারলাম না, চায়ের কাপ-পিরিচ ছুড়ে দেওয়াটাই সবচেয়ে আদর্শ মনে হল এবং তাই করলাম। কোন কিছুর উপর রাগ দেখাতে পেরে মেজাজ সপ্তম, ষষ্ঠ, পঞ্চম .. এভাবে নিচে নামতে থাকল।
অতি বিরক্ত চিত্তে, এবার আমি অফিসে ফিরে এসে ঝিম মেরে বসে রইলাম নিজের ডেস্কে ঃ-(।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




