আমি আজ খুবই অবাক হলাম। ইন্টারনেটের স্পিড কমে যাওয়ায় কল সেন্টারে ফোন দিয়েছিলাম এবং তারা একটা অদ্ভুত তথ্য দিল।
আগে আমি গ্রামীন ফোনের মডেম ব্যবহার করতাম। ব্রড ব্যান্ড যুগ পার করে গ্রামীন মডেম যুগের সূচনা হয়। কিন্তু মাসখানেক আগে আমার এক কাজিন অফিস থেকে একটা মডেম পেয়েছে (আনলিমিটেড) কাজেই তার ব্যবহার করা ওলো মডেমটা আমার হস্তগত হয়। তিনি বললেন, ওলোর সার্ভিস ভালো, স্পিড ভাল। ব্যবহার করতে পারিস।
যেহেতু প্রায়ই মিডিয়ায় দেখি ওলোর লাইসেন্স নিয়ে ঘাপলা আছে, তাই টাকা খরচ করে নতুন মডেম কেনার সাহস পাচ্ছিলাম না। কাজিনের মডেমটা হস্তগত হবার পর ৩৫০ টাকার ২.৫ জিবি- ২৫৬ কেবিপিএস প্যাকেজটা অ্যাক্টিভ করলাম গত মাসে। জিপির তুলনায় ৭/৮ গুণ বেশি স্পিড পাচ্ছিলাম। ডাউনলোড স্পিড পাচ্ছিলাম ৫০কেবি এর উপর। আমি তো মহা খুশি। জিপি যেখানে ৩৪৫ টাকায় ১জিবি দেয় সেখানে ৩৫০ টাকায় ২.৫ জিবি! কেমনে কি!!!
কিন্তু গত কয়েকদিন ধরে স্পিড হঠাৎ কমে গেল। ডাউনলোড হয় ৪/৫ কেবিতে! মনটা খুব খারাপ হয়ে গেল। সাহস পাচ্ছিলাম না নতুন করে প্যাকেজ একটিভ করতে। সাহস করে কল সেন্টারে একটা ফোন দিলাম। কোকিল কন্ঠী এক রমনী আমার ইউজার আইডি শোনার পর জানালো, "স্যার আপনি গত মাসের ৯ তারিখে ২৫৬কেবিপিএস এর প্যাকেজটি অ্যাক্টিভ করেছিলেন যার ডাটা লিমিট ছিল ২.৫ জিবি। আপনার লিমিট ক্রস করে গিয়েছে তাই আপনি এখন ৬৪কেবিপিএস এ কানেকটেড আছেন আগামী ৮ তারিখ পর্যন্ত!"
কথাটা শুনে একটু ভ্যাবা চ্যাকা খেয়ে গেলাম, কেমনে কি? জিপি তো লিমিট শেষ হয়ে গেলে ব্যালেন্স থাকলে পার কেবি হিসেবে টাকা কাটতো, আর টাকা না থাকলে লাইন ডিসকানেকেটড করে দিত! এরা কয় কি! লিমিট শেষ তারপরেও ৬৪ কেবিপিএস হলেও লাইন কাটে নাই! জিজ্ঞেস করলাম, "এরজন্য আপনারা তো এক্সট্রা কোনো চার্জ করবেন না, তাই না?'
তিনি জানালেন, না স্যার কোনো এক্সট্রা চার্জ করা হবে না।
আহা আহা কি মধুর কথা। লিমিট শেষ হলেও যে লাইন কাটে নাই এটাতে আমি যার পর নাই অবাক হলাম!!! বাংলাদেশে এরকম ফ্রি সার্ভিস যে কেউ দেয় জানতাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




