হয়তো সপ্ন দেখেছি তোমাকে নিয়ে
গাছের আড়ালে হারিয়ে গিয়ে,
হৃদয়ের সুখটুকু তােমাকে দিয়ে
আমার দুঃখটুকু ফেরত চেয়ে।
মিনতি করেছি তােমারই পানে
তোমাকে ভাবি আমি সপ্নের ধ্যানে
হৃদয়ের জঞ্জাল করেছি জমা
কষ্টের প্রায়শ্চিত্তে করোনা ক্ষমা।
হয়তো ভেবেছি তােমাকে নিয়ে
ঘর বেধেছি বালুকা দিয়ে
আষাঢ়ের ঝড়ে ভেঙ্গে তা গিয়ে
সপ্ন ভেঙ্গে যায় আঁধারে নিয়ে।
তোমাকে আবার খুজে ফিরেছি
পাবোনা তা বুঝেতো গেছি
হৃদয়ের জ্বালা হৃদয়ে রেখে
ভেবেছি তােমায় আবার ও দেখে।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




