
আমি অনেক বই লিখেছি, লিখেছি হাজারে হাজারে কবিতা। কত লিখেছি তা নিজেই জানি না। তবে লেখালেখি করে যা জেনেছি তা হলো আমি মানুষ এবং অত্যন্ত অসহায়। প্রতিরাতে আমার মৃত্যু হয়, বাতাসে একটু সমস্যা হলে আমার শ্বাসকষ্ট হয়। বন্য এবং হীংস্র পশু পোষতে পারলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। অতিপ্রাকৃতিক কিছু আমার অন্তরাত্মাকে নিয়ন্ত্রণ করে (Supernatural power controls my inner self.)।
দাবানল লাগার আগে বনের পশুপাখিরা পালায়, শুধু মানুষ তা বুঝতে পারে না। প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার আগে অন্য জীবরা সংকেত পায় শুধু মানুষ তা অবহেলা করে বিপর্যস্ত হয়। তিক্ত সত্য হলো, চোখে যা দেখি তা দিয়ে বিচার করলে, মানুষের চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই কিন্তু মানুষ ভূতের ভয়ে ত্রস্ত এবং মহাজ্ঞানীর ভাব ধরে বলে, ঔ যে দেখা যায় ওখানে এইলিয়ান আছে।
সবকথার শেষ কথা হলো, মানুষের মৃত্যু হয় কিন্তু আত্মা বেঁচে থাকে। এই তথ্য এখন বিজ্ঞানীরাও বিশ্বাস করে।
যাক, সকলের মঙ্গল হোক এবং মঙ্গলের মঙ্গল হলে আমরা সকল মঙ্গলে চলে যাব। মনে রাখবেন, বোকা এবং বেকার অন্যকে অবাক করতে চায়।
© Mohammed Abdulhaque
পরমাত্মীয় মাত্র ১৭৮৩ পৃষ্টা
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




