
[ অমিত্রাক্ষর ]
বেয়াড়া মন আবার জোয়ান হতে চায়, লটরপটর করার জন্য,
বাড়ির লোকে গরম খবর জানলে ঝাড়ুপেটা করবে,
মন তা বুঝতে চায় না, বেপরোয়া, মরণপাখা মেলতে চায়।
বয়স কমতে শুরু করেছে, কেউ কেউ বলে বুড়ো হলে নাকি বয়স বাড়ে?
আজব কাণ্ড, দুনিয়ার যত্ত আজগুবি খবর পড়তে হয় সাদাকাগজে।
মাথা ভনভন করে, চোখে সরষের ফুল দেখি, ভনভনিয়ে সব ভণ্ডুল,
চিমটি দিয়ে চাউল ধরতে পারি না, চিমটায় অলাত ধরি,
বেদম প্রহার! লোহা চেপ্টা হয়, আদল বদলে দাম বাড়ে,
বয়স বেড়ে চিমড়ার মত বুড়ো হলাম, মনের চিমনিতে বেদনার ধোঁয়া,
মনের ডালে পাপিয়া বসে টুনির সাথে গল্পগুজব করে,
কাম এবং কামনার চিপায় পড়ে কামরিপু চিপসে গেছে।
অধোদৃষ্টির অর্থ নিচের দিকে লক্ষ্য করে নাসাগ্রভাগ দেখা,
আমি দেখি না বিধায় গতানুশোচনের প্রতিশব্দ ঘেঙানি হয়েছে সার।
মন আয়েশ চায়, সশরীরে স্বর্গভোগের জন্য নিরর্থক শ্রমে হয়রান,
আশ্বাসে আশ্বস্ত হতে চাই, শান্তি স্বস্তি কাম্য, ভক্তিবলে পাব মুক্তি।
বেয়াড়া মন কি তা বোঝে? দিনমান ঘ্যানঘ্যান শুনে মগজ ফেনা,
হেলাফেলায় দিনে দিনে বয়স বেড়ে গন্তব্যে যাওয়ার সময় হচ্ছে।
কল্পবৃক্ষের ছায়ে বসে ধেয়ান চিন্তা করে জেনেছি আমিই স্বার্থপর,
তবুও তিন সত্যির কিরা খেয়ে মন বলে, বধূ তোকে ভালোবাসি,
সুখবাসরে কাছে আয়, রিরংসা মনে, ক্লান্ত সময়ে অধরে মিলবে অধর।
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




