
বাংলার টানে ব্লগিং শুরু করেছিলাম কিন্তু না শিখলাম বাংলা না হলাম ব্লগার। ফাঁকতালে কাকতালীয় অনেক ঘটনার নীরব সাক্ষী হয়েছি।
ব্লগে আসলে ছোট্ট পৃথিবী আরো ছোট্ট হয়। মাত্র কয়েকজন ব্লগার বাকিরা নকলনিক, মানে ফেকলুপার্টি।
ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে ফ্যাচাং দেখা ছাড়া কিচ্ছু করার নেই। মাঝেমাঝে মন আমাকে বলে, চল কোতোয়ালী থানায় যেয়ে ফৌজদারি মামলা করি। আমি তখন মনকে বলি, ঠাঠা গরম পানি শরীরে পুড়লে যে জলপূর্ণ ফোড়া হয়, ওটার নাম ফোসকা। মন তখন বলে, বুঝিছি, প্যারাসিটামল কয়েটা চিবালে বাতের ব্যথা কমবে।
এই হলো অস্থির পরিস্থির মোটামোটি অবস্থা। নিজেকে জাহির করার জন্য সবাই মহাব্যস্ত হলেও বাস্তবতা সত্যি দুঃখজনক।
চরাচরে কিছু আত্মা আছে যারা মৃত,
তাদের জীবন নেই, জীবনের জন্য ওরা বোঝ,
কিছু মৃত্যু আছে যাদের কারণ জীবলোক হয় জীবন্ত।
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




