somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♫♫ ♫♫ !:#P !:#Pগান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল !:#P !:#P !:#P !:#P♫♫♫♫ - Beginner to Advanced Level

০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. গিটার বাজানো শিখতে চাইছেন? B-)
২. জানতে চান গান লিখার সহজ গঠন-নিয়ম? B-)
৩. ধারনা আছে প্রথমে কিভাবে গান সুর করা শুরু করতে হয়? B-)
৪. সহজে মিউজিক বিষয়ক ফ্রি tutorial ভিডিও/বই নামাতে চান?B-)
৫. বিগেনারদের গিটার/গান কম্পোজিশনে কোন ফ্রি সফটওয়ারটি প্রয়োজন?B-)
৬. বাংলা ইংরেজি সব ব্যান্ডের গান ট্র্যাক ধরে কি কি কাজ হয়?B-)
ঠিক আছে, সব ইনফো এক সাথে পেতে হলে সময় ধরে মনিটরের সামনে শক্ত করে বসুন!
--------------------------------------------------------------------------
অনেকে অভিযোগ করেছেন এই ব্লগ পাতাটি বড় হওয়ায় (বেশি ছবি আর কমেন্টস) লোড হতে সমস্যা হচ্ছে!
তাই আপনাদের জন্য ছবি আর কমেন্টস বাদ দিয়ে (ইনফো একই রেখে) ছোট আকারের আর একটি পোষ্ট লিংক দিলাম। View this link
--------------------------------------------------------------------------

"ইহা একটি গিটার!" বলে শুরু করা গিটার শেখার বই (২৮৬ পাতার) ডাউনলোড করুন। এডভান্স লেভেল পর্যন্ত ইনফো পাবেন (আমার আপলোড করা):
ডাউনলোড করুন গিটার শেখার পূর্নাঙ্গ একটি বই


ক্লিক করুন Youtube - হাজার হাজার কাজের লিংক পাবেন।
------------------------------------------------------------------------

গিটারের ভাষা (Tablature) শিখাটা জরুরী। উপরের বইটার ৭৩ পাতাতে এ বিষয়ে ইনফো পাবেন।

এই ভিডিওটা দেখুন।
মনে রাখবেন Guitar Tablature থিওরি, ক্লাস ওয়ানের বাচ্চাদের পড়ালেখা থেকে অনেক সহজ!
এক পাতার শিক্ষা B:-/
------------------------------------------------------------------------

নতুনদের জন্য মাষ্ট ইউজ এই Guitar Pro 5 সফটওয়ারটি নামান। নেট স্লো থাকলে ঢাকার রাইফেলস স্কয়ার মার্কা যে কোন শপিং মলে থেকে সিডি/ডিভিডিটি কিনতে পাবেন। বলবেন, গানের সফ্টওয়ার দেখান, নাম দেখে খুজে নিবেন। যে কোন গান বিষয়ক কাজ সাপোর্ট দেয়ার জন্য এই সফটওয়ারটি কাজে আসবে, মেট্রোনাম থেকে song sketch ইত্যাদি পর্যন্ত। শিক্ষানবীশ গিটার বাদকেরা পৃথিবীর বলতে গেলে সব জনপ্রিয় গানের গিটার কর্ড/ট্যাব লেচার/স্টাফ নোটেশন ধরে ধরে প্রতিটি চেনজ এনালাইসিস করতে পারবেন। সাথে থাকছে ট্র্যাক অনুযায়ী গানের মূল সুরের মেলোডি লাইন, বেস, পারকাশন স্টাডি বোনাস ইত্যাদি। এটা দিয়ে কানারাও ;) সহজ উপায়ে বুঝতে পারবে একটি গানে কি কি কাজ-কম্পোজিশন হয়ে থাকে।
সফটওয়ারটি নেট থেকে নামাতে হলে এই ধারাবাহিক ইন্সট্রাকশন গুলো অনুসরণ করুন, আখেরে লাভ আছে, পরে বুঝতে পারবেন ;):
১. এখান ক্লিক করুন - ৮.৬ মেগাবাইটের সফ্টওয়ারটি "Vuze Free Download" এ ক্লিক করে নামিয়ে, ইনস্টল করুন।
২. এই সাইটে ঢুকে Guitar Pro 5 লিখে সার্চ দিন। এই পেজ পাবেন।
৩. প্রাপ্ত লিস্টের প্রথমটিতেই ক্লিক করে Download.torrent বাটন আসবে, ক্লিক করে নামানো শুরু করুন। (vuze খোলা রাখতে ভুলবেন না এ সময়)।
** এডভান্স রেকর্ডিং এর সফ্টওয়ার নামাতে - 'Nuendo' recording software

অফ টপিক:
* আপনি ফ্রিতে torrent থেকে মাল-মসল্লা নামানোও শিখে ফেলেছেন।B-) torrent দিয়ে একটু একটু করে অনেক দিন ধরে নামানো যায় (resume support)।

তারপরেও যদি না পারেন সফটওয়ারটি যোগাড় করতে, তাহলে নামান: ;)B-)
4shared এ আমার আপলোড করা Guitar Pro 5
USER ID = 5INT1747410
KEY ID = ANNAA-BHAWB-4BNN9
------------------------------------------------------------------------

গান/গিটার বিষয়ক বেশ সমৃদ্ধ একটি সাইট:
http://www.ultimate-guitar.com/
গান বিষয়ক Guitar Pro 5 ফাইল বলুন, ট্যাব, লেসন, লিরিক ভিডিও সব পাবেন এই জটিল সাইট থেকে। ব্যান্ড বা গানের নাম (কেন নয় warfaze/artcell/Nagarbaul!) দিয়ে সার্চ দিয়ে ট্রাই করে দেখুন।B-)
------------------------------------------------------------------------

আগেই বলেছিলাম torrent (ফ্রি ৮.৬ মেগাবাইটের সফ্টওয়ার) কাজে লাগাতে পারলে লাইফে আর কোন কিছু নামনো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না! কারন torrent এ পাওয়া যায় সব একসাথে - "Complete collections"। তাহলে আসুন কিছু guitar tutorial ভিডিও নামিয়ে ফেলি:
ফ্লামিংগো স্টাইলে গিটার বাজানো শিখতে চান? - তাহলে এখানে ক্লিক করুন
তারপর vuze খোলা রেখে Download .torrent এ ক্লিক করে নামানো শুরু করুন।
ফাইল সাইজ/সংখ্যা 5.29 GB / 272 files.:P
Flamenco স্টাইলের সব আছে এখানে B-)। ফাইল সাইজ দেখে ভয় পেয়েছেন?:|
সমস্যা নাই, এটা নামান:
**আমার 4shared এ আপলোড করা ৪২ মেগা সাইজের Flamenco strumming শেখার Made easy টাইপ ভিডিও
যারা জীবনেও গিটার বাজাননি, কিন্তু ইচ্ছা আছে, শিখতে চান, তাদের জন্য ৯ মিনিটের ৩৭ মেগা সাইজের এই guitar tutorial টা নামান:
**আমার আপলোড করা guitar tutorial - Made easy
আমি বলবো উপরের খুব সহজ tutorial ভিডিওটি যে শিখতে পারবেন, সে rhythm guitar এর বেসিক সব শিখে গেছেন!
* আমাদের সর্বজ্ঞানী google মামা আর youtube.com এর ব্যবহার করার কথাও ভুলবেন না কিন্তু!
guitar tutorial, songwriting tutorial, লিখে সার্চ দিন! হাজার হাজার হেল্প ফুল tutorial ভিডিও পাবেন।
------------------------------------------------------------------------

এখন বলে ফেলতে পারেন, গিটার বাজানোকে শিখলাম, এখন গান লিখতে চাই। নো প্রবলেম, ডাউনলোড করুন এই বই (৩৫৬ পাতার)। শূন্য থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে নিয়মগুলো জানবেন। খুবই কাজের বই।
গান লিখার Made Easy


এই ভিডিওগুলো সময় করে ঠান্ডা মাথায় দেখুন, কাজে লাগবে।
View this link
------------------------------------------------------------------------

গান গাওয়া শেখা নিয়ে এই সাইটটা খারাপ না:
Voice Training
Rock vocals শিখতে এই ভিডিওগুলো থেকে প্রচুর ইনফো পাবেন;):
How to sing Rock vocals
------------------------------------------------------------------------

গিটার বাজানো শিখলেন, গান লিখছেন, সুর না করতে পারলে চলে? চিন্তা নেই। এটা নামান। সুর করার ধারণাও পেয়ে যাবেন।
এই দুই পার্টের ভিডিও দেখুন, গিটার মিউজিকের বেসিক জানা থাকলে খুব সহজেই গান বানানোর প্রাথমিক আইডিয়া পাবেন:

Part 1


Part 2


রেকোর্ড করে রাখুন সব কিছু!

এই ভিডিওগুলোর আশেপাশে আরো অসংখ্য কাজের জিনিস পাবেন
------------------------------------------------------------------------

Guitar Lessons, songwriting books, সুর করার আরো বই/ভিডিও ইত্যাদি এই সাইট থেকে বা অন্য যে কোন সাইট থেকে নামাতে পারেন। তবে আমি বলবো যারা সিরিয়াসলি কিছু শিখতে চান তারা আমার দেয়া বই গুলো বা অন্য যে কোন পূর্ণাঙ্গ একটা ভিডিও/বই ভালভাবে ধারাবাহিকভাবে স্টাডি করে শেষ করুন। বেশি বই-তথ্য দেখলে/ঘাটলে মাথা নষ্ট হয়ে যাবে, পরে কোনটাই হবে না! আপনি যদি এডভান্স লেভেলে থাকা মিউজিশিয়ান হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা!
------------------------------------------------------------------------
নতুন কিংবা Used গিটার কিনতে হলে কি কি বিষয় চেক করে নেয়া ভাল:
* ভাল ব্র্যান্ড দেখে কিনুন।
* বডিতে কোন ফাটা বা ফ্রেড সোজা না বাকা লক্ষ্য করুন।
* টিউন চেক করুন প্রতিটি ফ্রেড। তারে তারে হারমনি করে বিষয়টা বোঝা সহজ।
* নিজে নতুন বা এ বিষয়ে জ্ঞান না খাকলে অবশ্যই এ বিষয়ে এক্সপার্ট সাথে নিয়ে দোকানে যাবেন।
* বাংলাদেশে ঢাকায় সায়েন্সল্যাব সামনে "মেলোডি & কোং" এ সবচেয়ে ভাল কালেকশনের মিউজিক ইন্সট্রুমেন্ট পাওয়া যায়। এর আশেপাশে আরো কিছু দোকান আছে।
কারন আমাদের দেশে এখন অনেক চাইনিজ/কোরিয়ান/ইন্ডিয়ান নষ্ট/খুত (খালি চোখে ধরতে না পারা) থাকা গিটার ইমপোর্ট হচ্ছে। বিশেষ করে ফ্রেড ডিসপ্লেস করে বসানো গিটার আসে বেশি। সামনের দিকের ফ্রেড ঠিক থাকে নিচের দিকে টিউন মিলে না।
------------------------------------------------------------------------
পৃথিবীর সব চেয়ে দামি গিটার:

Fender Stratocaster
প্রাকৃতিক বিপর্যয় সুনামিতে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যার্থে ফান্ড রেইজ করার উদ্দেশ্যে এ গিটারটি ২০০৫ সালে কাতারে নিলামে বিক্রি হয়। Bryan Adams এর তত্ত্বাবধানে এই গিটারে স্বাক্ষর করেন Mick Jagger, Keith Richards, Eric Clapton, Brian May, Jimmy Page, David Gilmour, Jeff Beck, Pete Townsend, Mark Knopfler, Ray Davis, Liam Gallagher, Ronnie Wood, Tony Iommi, Angus & Malcolm Young, Paul McCartney, Sting, Ritchie Blackmore, Def Leppard এবং Bryan Adams নিজে। প্রথমে কাতারের রাজ পরিবার গিটারটি ১ মিলিয়ন ডলারে কিনে চ্যারিটি প্রতিষ্ঠানটিকে আবার বিক্রির জন্য দান করে দেয়। পরে আবার গিটারটি ২.৭ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয় অর্থাৎ গিটারটি মোট ৩.৭ মিলিয়ন ডলার সুনামিতে সাহায্যের জন্য অর্থ তুলে আনে।
--------------------------------------------------------------------------
কিছু গিটারিস্ট ও তাদের গিটার:
১. Jimi Hendrix:

গিটার (1968 Stratocaster):

২. Joe Satriani:

গিটার (ibanez-js1000):

৩. B B King:

গিটার (lucille):

৪. Steve Vai:

গিটার (Ibanez JEM7V):

৫. Bob Marley:

তার গিটার (Ibanez JEM7V):

৬. Zakk Wylde:

গিটার (Gibson Bullseye):

৭. Yngwie Malmsteen:

গিটার (Fender Stratocaster):

৮. Eric Clapton:

গিটার (CF-Martin-Co-circa-19391):

--------------------------------------------------------------------

আমার গান বিষয়ক অন্যান্ন ব্লগ পোষ্ট:
* আমাদের নগর বাউল 'জেমস' - ভালোলাগা সমগ্র
* কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা
* আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগাদের জন্য পোষ্ট !:#P !:#P !:#P
* লালনের এসব দেখি কানার হাট বাজার - ডাউনলোড করুন
* বউ পিডানি গান - বউয়ের উপর বিলা থাকলে ডাউনলোডান (কুশিক্ষা মূলক পুষ্ট :> B-)) :-/ )
* জাতীয় ফুল শাপলা - কিছু ভিডিও, কিছু গান আর সাথে কিছু ছবি ব্লগ
* সাম্যতার কথা নিয়ে অসাধারন একটি গান - U2 ব্যান্ডের অন্যতম সেরা গানটি ডাউনলোড করুন
* বিয়ের প্রস্তাব দিতে Diamond Ring নিয়ে রোমান্টিক দুটি গান শুনুন - ভিডিও অডিও ডাউনলোড
* ঘুম আসছে না? তাহলে শুনুন সফট ইনস্ট্রুমেন্টাল - ডাউনলোড করুন সর্বকালের সেরা হিউমারিস্টের মাষ্টার পিস
* ভিনসেন্ট ভ্যান গগ নিয়ে অসাধারন একটি গান - ডাউনলোড করুন আমার পছন্দের রাতের সেরা একটি গান
* শেষ চুম্বন (Last Kiss) - ডাউনলোড করুন মন খারাপ করা আশাবাদী একটি গান!!
* রোমান্টিক পরকীয়া নিয়ে অসাধারন একটি গান!! - রাতের জন্য ডাউনলোড
* কেও বলে ডাইল আর কেও বলে ক্যাট - একটি নিষিদ্ধ গান (World Premier) ডাউনলোড লিংক সহ

-------------------------------------------------------------------------
পৃথিবীতে উন্নতি করিবার পথ দুইটি - একটি আত্ম শক্তি আরেকটি চালিযাতি। চালিয়াতিও এক প্রকার শক্তি বটে, তবে তাহা ধীরে ধীরে আত্মাকে ক্ষুদ্র ও নির্ব্বীর্য্য করিয়া চারিত্রিক অধোগতি সাধন করে বলিয়া সর্ব্বদা পরিত্যাজ্য।
যাহারা আত্মশক্তির সাধনা করে, তাহাদের বড় হইতে সময় লাগে, অথবা তাহাদের কেহ কেহ কোন সময় বড় হইতেই পারে না। তবু তাহাদের জীবন সার্থক এই জন্য যে, তাহারা একটি বড় রকমের আদর্শ দিয়া পৃথিবীকে ঋণী করিয়া যায়। সার্থক হইলে তো কথাই নাই, না হইলেও সাধনার একটি মূল্য আছেই। ভিতরের দিক হইতে দেখিতে গেলে তাহা আত্মশক্তিতে উদবুদ্ধ করিয়া মানুষকে সৃজনধর্ম্মী করিয়া তুলে, আর বাহিরের দিক হইতে দেখিলে গেলে তাহা প্রাত্যহিক জীবনের গ্লানি ও নীচতা হইতে রক্ষা করে।
সার্থকতা সকল সময় সকলের ভাগ্যে ঘটেনা। কারণ তাহা শুধু চেষ্টার উপর নির্ভর না করিয়া বিধাতৃ-দত্ত শক্তির উপর নির্ভর করিতেছে। সে-শক্তির তারতম্য আছে। তাহার জন্য আমরা দায়ী নহি, দায়ী স্বয়ং বিধাতা। শক্তির অভাবের জন্য লাজ বোধ করিবার কিছুই নাই। সাধনার অভাবেই আমাদের লজ্জা। আমি চেষ্টা করিলেই রবীন্দ্রনাথ হইতে পারি না। কারণ রবীন্দ্রনাথের শক্তিতে আমার শক্তিতে আকাল-পাতাল প্রভেদ। কিন্তু সাধনায় তাঁহার সমকক্ষ হওয়া অসম্ভব নহে। না হইলে বিধাতার অপরাধ হইবে না, হইবে আমাদেরই।
- মোতাহের হোসেন চৌধুরী।
শিল্প সৃষ্টিতে কোন শর্টকাট পথ নেই। তাই সাধনা চালিয়ে যান, সফলতা আসুক আর নাই আসুক, সার্থকতা পাবেনই।
-------------------------------------------------------------------------
সামুর বিভিন্ন মতের সকল অসাম্প্রদায়িক-সহনশীল ব্লগারদের উত্সর্গ করলাম আমার এই ব্লগ পাতা - প্রচেষ্টা।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৪
১৭৬টি মন্তব্য ১৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

একমাত্র আল্লাহর ইবাদত হবে আল্লাহ, রাসূল (সা.) ও আমিরের ইতায়াতে ওলামা তরিকায়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:১০



সূরাঃ ১ ফাতিহা, ৪ নং আয়াতের অনুবাদ-
৪। আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই।

সূরাঃ ৪ নিসার ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×