আসলে বাঙলা লেখাটা শিখে ফেলাটা খুব জরুরী হয়ে পরছে। মাঝেমধ্যে মনে অনেক কথা জমে, এমন যে কোন একজন বা নির্দিষ্ট কাউরে বলতে ইচ্ছা করেনা। ইচ্ছা করে ছড়াইয়া দেই মহাকালে। পারিনা। কেউ কি পারে????
আগে যা মনে হইতো এখন ঐ রকম নাই ভাবনা গুলো। ভয় লাগতো অনেক। বদলে যাচ্ছি। নতুনের ধাক্কায় পুরানো আমি না আবার হারিয়ে যাই....। এখন ভরসা পাইলাম মনে একটু। মনের ঝামেলা সব এখানে আইনা ফেলবো। শুরু করাটাই ব্যাপক(অনেক) ঝামেলা। ভালই লাগলো।
কখনো মনে হয়নাই যে এইভাবে লেখা শুরু করবো। কিন্তু শুরু হয়ে গেছে...
আসলে নিজেকে জানানো মানে কী? নিজের ব্যাপারে জানানো মানে যা আমারে সবার সামনে তুইলা ধরবে। আমি আমাকে যতটুকু চিনি আর সবাই তা মাইনা নিবে এইটাও ঠিক না। তাই সবচেয়ে ভাল হইতো যদি অন্য কেউ আমার সম্পর্কে ভালভাবে জানার পরে লিখতো। কিন্তু আমি এতই নগন্য যে আশা করিনা অন্য কেউ আমার ব্যাপারে আমার চেয়ে বেশি জানে। তাই বাধ্য হয়ে, কষ্ট করে নিজেই শুরু করলাম। যাই হোক, ফালতু প্যাচাল বাদ দিয়া কিছু কাজের কথা বলি। মানে নিজেরে নিয়া বলি। আমি......। হেভী ঝামেলা। খুঁজে পাইতেছি না। আমি একজন মানুষ হিসেবে জন্ম নিয়েছি বেশ অনেক দিন আগে। প্রায় ছাব্বিশ বছর আগে ঢাকা ক্যান্টনমেন্ট এর পার্শ্ববর্তী পুর্বভাষানটেক এলাকার হাইশ্কুল এর পাশের বড়বাড়ীতে আমার জন্ম (ধন্যবাদ আম্মা এবং আব্বা। এর পুরোটাই বিভিন্ন সময় নানাজনের কাছ থেকে শোনা। তারপরও এর ভিত্তি খুব শক্ত। জন্মানোর ১ বছরের মাথায় আমরা মিরপুর-১৪ নাম্বার আর্মি কলোনিতে চলে আসি। ঐখানে জীবনের অনেক বড় একটা সময় পার করছি। মোটামুটি ১৯৮৫ সাল থেকে ২০০২ পর্যন্ত কলোনীতেই ছিলাম। মাঝখানে এক বছর পূর্বভাষানটেক এ থাকতে হইছে। কারন আব্বার পোস্টিং।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




