অনেক দিন আগে কোনো একজন বড় ভাইয়ের মুখে এই ধাঁধাটা গল্পের মতো করে শুনছিলাম। পুরো ব্যাপারটা খুবই মাজেজা পূর্ন। মানে ইনার মিনিং আছে। তাহলে শুরু করি.....।
তার আগে কয়েকটা কথা বলে নিই। একদিন ক্যাম্পাসে বসে আড্ডা মারতেছি। সবসময়ের মতো আমরা বড় ছোট সবাই একসাথেই আড্ডা মারি। তো কথা উঠছিলো বড় এবং ছোটরা কখোনো সমান হইতে পারে কি না। হেভী ঝামেলা শুরু হইয়া গেল দেখতে দেখতেই। গলাবাজি, গালাগালি, রাগ, মান-অভিমান শেষে জনৈক বড় ভাই আমরা যারা ছোট ছিলাম তাদের একটা গল্প টাইপের ধাঁধা বলেন, যার শেষে আমরা মানতে বাধ্য হইছিলাম, পার্থক্য আছে। ধাঁধাটা ছিল এমন, একটা নদীতে পানি প্রতি আধ ঘন্টায় ২ ফিট করে বারে। নদীতে নৌকা এবং তাতে কিছু যাত্রী উপস্থিত। নদীর পানি এবং নৌকার বৈঠার মধ্যকার তফাত ৪ ফিট। পানি যদি একই হারে বারতে থাকে, তাহলে প্রশ্ন হইতেছে, কত সময় পরে নদীর পানি নৌকার বৈঠাকে স্পর্শ করতে পারবে?
আমি অনেক চিন্তা করে উত্তর বের করছিলাম ঠিকই, কিন্তু উত্তর বলতে খুব খারাপ লাগছে কারন ততক্ষনে আমরা তর্কে হেরে গেছি। এবং মেনে নিতে হইছে যে বড়রা বড় এবং ছোটরা ছোটই থাকে। ছোটরা যখন বড় হয় তখন বড়রা আরো বড় হয়ে যায়।
আসলে ধাঁধার উত্তরটা বুঝলেই সব শেষ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




