১) সহযোগিতা এবং আনন্দের গল্প।
সম্পূর্ন গল্পটি পড়ার জন্য ছবির উপর ক্লিক করুন।
লেখক: Inga Palme
অংকন: Gerhard von Reith
অনুবাদ: Shible Shadiq
২) এবং গল্পের শুরু এখানে....
৩) এই সেই ভাল্লুক....
৪) এবং এই সেই মৌমাছি....
তারা একত্রে একটি পুরানো কিন্তু সুন্দর এবং আরামদায়ক বাড়িতে বসবাস করত।
৫) এই সেই পুরানো কিন্তু সুন্দর এবং আরামদায়ক বাড়ি।
সবকিছু আরামদায়ক রাখার জন্য ভাল্লুক খুবই যত্নবান ছিল। সবচে আরামদায়ক ছিল ভাল্লুক এর সোফা।
৬) এই সেই আরামদায়ক সোফা....।
মৌমাছিকে অর্থ উপার্জনের জন্য বিশাল পৃথিবীতে বেরিয়ে পড়তে হয় যেন ভাল্লুক যথেষ্ট পরিমান টাকা পায় সবকিছু আরামদায়ক এবং সুন্দর রাখার জন্য। মৌমাছি বিশাল পৃথিবীর একটি সার্কাসে স্বনামধন্য খেলোয়াড় হিসেবে কাজ শুরু করে।
৭) এই সেই সার্কাস যা বিশাল পৃথিবীর কোন এক প্রান্তে অবস্থিত।
কখনো কখনো মৌমাছিটার নিত্যদিনের কাজ করতে ভাল লাগতোনা। তখন সে ভাল্লুকের ঘন লোমের ভেতর লুকোচুরি খেলত। কিছুটা বিরক্ত হলেও মৌমাছির আনন্দ দেখে ভাল্লুকও খুশি ছিল। ভাল্লুকের ডান কানের ভেতরে থাকতেই সবচাইতে বেশি পছন্দ করত মৌমাছি।
৮) এই ভাল্লুকের সেই ডান কান যার ভেতর মৌমাছিকে দেখা যাচ্ছে।
মাঝেমাঝে ভাল্লুকটা তার দেখা মস্ত বড় পৃথিবীর গল্প বলে। এবং মৌমাছি বলে তার নতুন নতুন আশার কথা। মুহুর্তগুলো সবসময়ই তাদের দুই জনের জন্য খুব নাটকীয় ছিল। তাদের জীবন ছিল উত্তেজনাপূর্ন। তারা একজনের কথা আর একজন খুব গুরুত্বের সাথে শুনত।
একদিন ভাল্লুক মৌমাছিকে বলল, ''আমি আমার সম্পূর্ন জীবনে অনেক মৌমাছি দেখেছি কিন্তু তাদের কারও জীবনই আমাদের মত সুখকর নয়। কেমন হয় যদি আমরা অন্য মৌমাছিদের দিকে একটু তাকাই এবং তাদের সাহায্য করি আরামদায়ক জীবন লাভের জন্য?''
শুনে মৌমাছি বল্ল, ''খুবই চমৎকার প্রস্তাব, তাহলেতো আমি অন্য মৌমাছিদের সাথে সবচাইতে বিপদজনক খেলাগুলো অণুশীলন করতে পারি।
এবং তারা তাদের কথামতই কাজ করলো। ভাল্লুক অনেক অনেক মৌমাছিকে নিয়ে আসলো এবং তারপর থেকে তারা খুব সুখে এবং শান্তিতে আরামদায়ক সোফায় বিচরন করতে থাকলো।
৯) ভাল্লুকের সেই সোফার প্রানবন্ত ছবি
এইমুহুর্তে ভাল্লুক তার বাড়িকে আরামদায়ক রাখার জন্য যথেষ্ট সহযোগিতা পাচ্ছে এবং মৌমাছি অন্যদের তার সবচেয়ে বিপদজনক খেলাগুলো দেখিয়ে আনন্দ পাচ্ছে।
কঠোর পরিশ্রম আর অণুশীলনের কারনে অল্পকিছুদিনের মধ্যেই ছোট্ট মৌমাছিগুলো খেলা শিখে গেল এবং সবাই একত্রে বিশাল পৃথিবীর কোন এক অংশে সার্কাসে খেলা দেখাতে শুরু করলো।
মাঝেমধ্যে ছোট্ট মৌমাছিগুলোর সার্কাসে খেলতে ভালো লাগত না। তখন তারা ভাল্লুকের ঘন লোমের মধ্যে ঢুকে লুকোচুরি খেলত।
যদিও এটা ভাল্লুকের জন্য কিছুটা বিরক্তিকর ছিল, কিন্তু তবুও ভাল্লুক খুব খুশি ছিল কারন তার ঘন লোমের মধ্যে সকল মৌমাছির জন্যই পর্যাপ্ত জায়গা ছিল।
১০) দুর্দান্ত ভাল্লুকের ঘন লোমের ভেতর ছোট্ট মৌমাছির দল।
তারপর মৌমাছি ভাল্লুকের কাছে তাদের নতুনতর আশার কথা বলতে থাকবে এবং মাঝেমধ্যে ভাল্লুক ছোট্ট মৌমাছিদের কাছে বলবে মস্ত বড় পৃথিবীর কথা। ভাল্লুক, মৌমাছি এবং ছোট্ট মৌমাছিদের জন্য এটা ছিল খুবই উত্তেজনাকর। এবং সবসময়ের জন্য মৌমাছি তার প্রিয় জায়গায় বিচরন করবে।
১১) আবারও সেই মৌমাছি ভাল্লুকের ডান কানের ভেতরে।
এবং খুবই অন্যরকম একটি দিনে সমস্ত ছোট্ট মৌমাছিরা মৌমাছি এবং ভাল্লুককে বিদায় জানাবে।
কারন তারা সকলেই যথেষ্ট বড় হয়ে উঠেছে তাদের খেলা পৃথিবীর অন্য কোথাও দেখানোর জন্য। এবং তারা এই করে বেঁচে থাকার ব্যবস্থাও করে নিতে পারবে মৌমাছির মত।
এবং তারা আরাম-আয়েশের সাথে বেঁচে থাকার ব্যবস্থা করে নেয় অন্য কোন মৌমাছি এবং মাঝেমধ্যে অন্য কোন ভাল্লুকের সাথে। যেমন তারা থাকত ভাল্লুকের আরামদায়ক সোফায়।
এবং এইটা খুব বেশী দিন আগের কথা না যে অনেক ছোট্ট মৌমাছিদের প্রানবন্ত বিচরনে মুখর ছিল ভাল্লুকের আরামদায়ক সোফা।
১২) এই ভাল্লুকের সেই আরামদায়ক সোফা পৃথিবীর কোন এক কোনায় যার চারদিকে ছোট্ট মৌমাছির দল আনন্দের সাথে ঘুরে বেড়াত।
এবং কী হলো সেই ভাল্লুক এবং মৌমাছির?
তারা এখনও সেই আরামদায়ক সোফায় বসে একজন আর একজনকে গল্প শোনায় এবং উত্তেজনামুখর দিন যাপন করে।
কিন্তু এখনকারমত গল্প এখানেই শেষ....
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ ভোর ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




