-আমি তোমার জন্যই এখনো আছি।
-কেন?
-জানি না। মনে হয় থাকা উচিত, যতদিন না তোমার একটা স্থায়িত্ব আসে জীবনে ততদিন।
-স্থায়িত্ব মানে কি?
-জীবনের একটা স্থিতিশীলতা। এমন একটা কিছু হওয়া যেন তোমার এই অশান্ত মনটা শান্ত হয়ে যায়।
-আমি কিছুই বুঝতেছিনা, একটু বুঝিয়ে বলো।
-সময়ই সব বুঝিয়ে দিবে। একটু সবুর করো।
-তুমি যখন বুঝছো, আমাকেও বুঝাও।
-না, তাহলে তো সব খোলাসা হয়েই গেলো। কারণ বিষয়টা এমন কিছু যা ভবিষ্যতে, অতীতের কথা চিন্তা করলে এমনই পরিস্কার হয়ে যাবে। আমি চাইনা জীবনের স্বাভাবিক এই গতিটা বর্তমানে এসেই পূর্ণতা পাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




