আমি অযোগ্য..
কিন্তু কতটুকু...........
আমার হাতের ছোয়ায় সৃষ্টি হয় না ছবি,
কন্ঠে নেই মোর সমধুর সুর ,
পারি না ফলাতে ধান নিজ হাতে,
বয়ে আনিনি কল্যাণ বন্যা মানুষের তরে,
করিনি আবিষ্কার বৈজ্ঞানিক সূত্র......
তবে আমার একটা মগজ আছে,
যা দিয়ে আমি চিন্তা করতে পারি
স্বপ্ন দেখি, ভেসে যাই কল্পনায়,
ঘুরে আসি দূর-দূরান্তে.....
কিন্তু মূল্যহীন এ সকলই।
আমি অযোগ্য .......অযোগ্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




