পাখির গল্প
কলি মাহ্মুদ
পাখিটি উড়ে গেল!
অগোচরে পাখি এসে বসেছিল রুক্ষ ডালে
গান ধরতেই সুরের টানে
সজীবতা জড়ো হতে থাকে মুক্তাঙ্গনের জনসভার মত
মুকুল হয় প্রত্যেক ডালের মাথায়
সহস্র নবদম্পতির প্রথম সন্তানের ভ্রুনের মত
আদরে আহ্লাদেই বড় হতে থাকে
অনভিজ্ঞ মায়ের উদরে।
কলি ফোটার আবহাওয়া অনুকুল
অগ্রগতি হয় তার অতল সমুদ্রের প্রবালের মত
পাখির গানে, বাতাসের তালে নেচে নেচে ঘুরে সে
স্বপ্নের লাল-সবুজের প্রতীক্ষায় ॥
দুষ্ট বালকেরা ঘুড়ি উড়াতে গিয়ে ঢিল ছুড়লো, অমনি
পাখি উড়ে গেল, ঝড়ে গেল ফুল ফোটার আগেই
হাহাকারে কাঁদে সজীবতা; রুক্ষ হয়
এখন মাটির উদরে শিকড়ের বাস, নষ্ট ভ্রুনের মত
অনভিজ্ঞ মায়ের উদরে !!
২৬.০৫.২০১১, জাবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




