কি ভাবে এলাম সামু মামার বাড়ি, সঠিক মনে পরছেনা। বছর ২ আগে একদিন ইন্টারনেট'এ টইটই করতে করতে দেখা হয়েছিল। এরপর খালি আসি, দেখি , যাই। খুব ভাল লাগে । ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায় সামুতে। কিন্তু নিজের আর ব্লগ খোলা হয় না। খুব ভয় হোত। বাংলা-লেখার চর্চা কম হওয়ায় বানান ভুল হয় প্রচুর। ব্যকরন জ্ঞ্যানের কথা আর নাইবা বললাম! আর বিতর্ক করার মত পর্যাপ্ত 'প্রতিভামন্ডিত' নিজেকে কখনই মনে হয়নি।
কিন্তু ইদানিং ব্লগিং করার লোভ সামলানো খুব কষ্টের হয়ে দারিয়েছে! তাই সকল জড়তা কাটিয়ে, আমার আজকের অভিষেক।
প্রিয় ব্লগের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজ। সবার সহযোগীতা আশা করছি। সামু অমর হউক।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




