গত দুই সপ্তাহে বাবা-মার সাথে সবমিলিয়ে মিনিট পাঁচেক হয়তোবা কথা হয়েছে মাত্র। আমার নিজের পড়াশোনার ব্যাস্ততা, বাবা-মার কাজের ব্যাস্ততা সব মিলিয়ে এই অবস্থা। হঠাত খুব বেশী মনে পড়ছিল তাদের। অনেক রাত হয়েছে, তবুও ফোন দিলাম, কথা হল। মনটা খানিক হালকা হল। তারপরেও কেমন যেন লাগছিলো, বিষণ্ণ। ব্লগে এলাম অনেকদিন পর। ভাবলাম একটু হালকা হওয়া যাক।
সামুতে ঢুকেই ব্যানারটা চোখে পড়লো। আজ ছোট্ট মেঘের বাবা-মার হত্যাকাণ্ডর ১১১ দিন।
বাবা মা ছাড়া ক্যামন আছে ছোট্ট মেঘটা? ছোট্ট এই মানুষটার জন্য খুব খারাপ লাগছে।
বাবা মাকে আর ফিরে পাবেনা আমাদের মেঘ মানুষটা। প্রার্থনা রইলো, যাদের কারনে এই মেঘ মানুষটা একা, তাদের যাতে মৃত্যুর চাইতেও কঠিন শাস্তি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




