কাল স্বন্ধ্যার একটু আগে থেকে শরীর খারাপ লাগা শুরু হল। কোন রকম ইফতার করলাম। ইফতার করতে করতেই অনেক জ্বর উঠল। এত তাড়াতাড়ি জ্বর উঠল, নিজেই অবাক হলাম। সাড়ে ৮ টার ভেতরে ৩বার পাতলা পায়খানা করলাম। তারপর নবীনা মার্কেটে গেল। আমি একা। হঠাৎ মাথা ব্যাথা শুরু হল। ভাবলাম ডিহাইড্রেটেট হইছি তাই ব্যথা।
এর কিছুক্ষণের ভেতর, আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল বুকের ভেতরে কেউ ফুসফুসটাকে চেপে ধরে আছে। গা মাথা ঘেমে উঠল। এসি ছাড়লাম। জ্বরের ভেতরেও এসিতে কিছু হচ্ছে না। এদিকে দম নিতে পাচ্ছি না, হাত পা ভারি হয়ে গেছে। মনে হচ্ছে আমি অনেক দিন কিছু খাইনি। এত টাই দূর্বল।
ভাঙ্গা পায়ের হাটুতে খুব যন্ত্রনা শুরু হল। মা কে যে ডাকব সেটুকুও গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কোন হিসাব মিলতেছে না। হুট করে জ্বর, ডাইরিয়া গা ব্যথা, দম বন্ধ লাগা। শেষে দোয়া পড়া শুরু করলাম, নিজেই নিজেকে ফুকালাম। কিছুক্ষণ পর গা টা হালকা লাগল।
তারপর গ্লাসে পানি নিয়ে দোয়া পড়ে সেটা খেলাম, গা এ ছিটালাম। ৫মিনিটের মধ্যে মনে হল ভেতরটা হালকা হয়ে গেল। নিঃশ্বাস ঠিকঠাক হল, জ্বর কমল কিন্তু বুক ধরফর করতেছিল। জ্বরের ওষুধ খেলাম। ১০ টার দিকে সালাইন খেলাম। পেট খারাপের ওষুধ খেলাম।
রাত ১২ টার দিকে আবার স্বন্ধ্যার মত হল। আবার পানি পড়া খেলাম। মবোইলে কুরআন ছাড়লাম, তারপর ঠিক হল। এখন পর্যন্ত ভাল আছি। রাত ১টা পর্যন্ত ৬ বার টয়লেট হইছে।
এখন দুপুর ২টা। আর শরীরটা খুব দূর্বল লাগছে। গা মুছে এখন একটু ফ্রি হলাম।
কিন্তু ঘটনা হল, ২ মাস আগেও একই রকম হুট করে জ্বর, মাথা ব্যাথা দম বন্ধ হওয়া এসব হইছিল। সেবার ব্লাড প্রেশার ১৭০/১১০ হইছিল। তখনও দোয়া দরুদ পরে ঠিক হইছি। মায়াবীকে বলা হয়নি, কারন কথা বলা নিয়ে , মোবাইল ব্যবহার নিয়ে ঝামেলায় ছিলাম। তারওপর মায়াবী তো যাদুটোনা বা ব্লাক ম্যাজিক তেমন একটা বিশ্বাস করো না। কিন্তু এবার আমার নিজেরও বিশ্বাস করতে হচ্ছে যে, কেউ আমার উপর কিছু একটা করছে। কিছুদিন পর পর নতুন করে করতেছে।
কবিরাজের তথ্যগুলো মাথায় ঘুরঘুর করে। কি একটা অবস্থা। ভাল লাগেনা আর।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




