একটা মানুষ যখন নিজের কাছে নিজে হেরে যায়, তখন সে প্রতিবাদ করা ছেড়ে দেয়। সে নীরব হয়ে যায়। সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যায়, আপনজন ছাড়া আর কেউ বোঝে না।
আমিও বোধায় হেরে গেছি। প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি অনেক আগেই। নীরবতা আমার সঙ্গী হয়ে গেছে। আপনার চেয়ে আপনজন আর কেউ হয় না। নীরবতার চেয়ে ভাল সঙ্গী আর কেউ হয় না। যে হতে পারত, তার সুযোগ হয় না, সময় হয় না।
মানুষের জীবনে দু:খের পর নাকি সুখ আসে, আমার জীবনে দু:খই শেষ হয় না, সুখ আসবে কোথা থেকে।
আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দান করেন। আমি বোধায় তাঁর গুড লিস্টে নেই...
*** শুভ নববর্ষ, ১৪৩২ বঙ্গাব্দ ***
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




