তোমার হাতটা ধরে সাগর পাড়ে হাটার শখ
না বলা কথার, আজ থেকে মৃত্যু হোক।
জানিনা, তোমার নানান বাহানায়
আমার জায়গাটা ছিল কোথায়?
তোমার সব গোপন, গোপন থাকে
আপন ভেবেছি আমি, কি এক ঘোরে।
বুঝিনি, তুমি আমার হবার সম্ভাবনা
অমাবস্যায় ভরা জোছনা।
ভাবতে,
আমি ভোরের ঝরা পাতা।
যদি আমার হতে-
দেখতে,
বিকেলেও ভোরের ফুল তাজা।
আমার হারাবার সময় হলো
তোমার শুধুই ভালো হোক।
ভালো থেকো...
ভালো থাকা চাই।
(কপিড)
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




