মায়াবী: এখন বাইরে যাব। চুল কালার করাবো।
- কোন অনুষ্ঠান বা উপলক্ষ্য আছে? নাকি লোক দেখানোর জন্যে?
মায়াবী: না সেসব কিছু না।
- তাহলে? তুমি যখন বলছো, করবা, তখন সেটা করবাই? আমি বাধা দেবার কে?
মায়াবী: আমার কি মনের সখ নেই?
- সেটাই... তুমি যে অন্য একটা মানুষ ভুলেই গেছিলাম।

.........................
.............................
.................................
-চুল কালার করছো?
মায়াবী: বলবো না
- কেনো?... আচ্ছা কালার করলে ছবি দিও
মায়াবী: করিনিতো
-আমাকে খুশি করার জন্যে বলতেছো?
... তোমার মন খারাপ থাকলেই আমি অখুশিতে থাকি।
...ভাবছিলাম, আজ তোমাকে দেখতে চাইব।
...এখন মনে হচ্ছে যদি বলি, একটা ছবি দাও। হয়তো ভাববা, আমি তোমার কথা বিশ্বাস করছি না।
... কিছু বলবা না?
... আচ্ছা থাক। আজ তোমার মুড নাই। এই টপিকসটা না হয় বাদ থাক।
...আজ মেয়েটার কি এক্সাম ছিল?
মায়াবী: কি বলবো, যা বলি সবই মিথ্যা ভাবো।
-মিথ্যা ভাবি না। ভাবি আমি ভুল এজাম্পশন করছি। তোমাকে আমি কখনও দোষ দেই না। সব দোষ নিজের কাধে নেই। তোমার হয়ে অন্য মানুষের সাথে ফাইট করি। কেউ তোমাকে ছোট করুক সেটা আমি চাই না।
মায়াবী: আমার কোন দোষগুলা?
-তোমাকে উঁচুতে রাখি।
... তোমাকে গুরুত্ব দেই। আর কারও কথা না মানলেও তোমার কথা মানি। কথা দিলে কথা রাখার চেষ্টা করি।
মায়াবী: দেখতেছি অনেক কিছুই।
- তুমি আমাকে ডাক্তারের কাছে যেতে বলছো, আমি হয়ত সেদিন যাইনি। কিন্তু গেছি। তোমাকে এটা সেটা বুঝিয়েছি। কিন্তু মিথ্যা বলিনি। আবার আসল কারনটাও বলিনি। আমি যে পরিবেশে থাকি, আমার আশপাশের মানুষজন থাকে, তাদের কে ম্যানেজ করে আমি তোমার কথা রাখি।
মায়াবী: অফ যেতে হবে।
- ঠিক আছে...
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




