২০০১-২০০৫ এই সময়টাতে আমাদের মানে আমার আর মায়াবীর চিঠি আদান প্রদান হত। গিফট কার্ড, কিছু হাতে বানানো উপহার কুরিয়ার বা ডাকে দেয়া নেয়া হত।
HSC পরীক্ষা শেষে ২০০১ এ আমি তখন ঢাকায় কোচিং করছি। ফার্মগেট সানরাইজ কোচিং এ, আবাসিক শাখায়। যাই হোক হাতে একটা চিঠি পেলাম। মায়াবী লিখেছে:
_ "আমার নাম" ,, _
শুভেচ্ছা রইল। বুঝতে পারছি, অসম্ভব সুখে দিন কাটাচ্ছো। তবুও জানতে চাচ্ছি কেমন আছো? আমি চিঠি লিখতে পারি না, কিন্তু লিখতে নিলাম। দুইটা পৃষ্ঠা নিয়েছি যদিও জানি তুমি এত কিছু পড়ে বিরক্ত বোধ করবা তবুও লিখছি। কারন কাউকে কিছু লিখতে নিলে মনে হয় মনের সব কথা, দু:খ, আনন্দ লিখে ফেলি।
জানো কয়েকদিন আগে একটা চিঠি লিখতে নিয়েছিলাম কিন্তু সেটা মিথ্যা কথা দিয়ে শুরু করেছিলাম, তাই আর খুজেই পাইনি চিঠিটা। তাই এটাতে একটা মিথ্যা কথা থাকবেনা ভেবেছি।
নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আগামী দিনগুলো তোমার আরও আনন্দে কাটুক, আরও উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ, তোমার বোন অথবা বন্ধু হিসেবে আমি আশা করছি। ২০০১সাল তোমার জন্যে হয়ত অনেক কিছু স্মরনীয় করে রেখেছে কিন্তু আমার কথাটা একবার ভাবো, আমার এ সালটা কেমন কাটলো? তাই Please একটু দোয়া করো আমার জন্যে যেন ২০০২ আমার কোনো না কোনো ভাবে ভাল হয়। তবে আমি আনন্দে আছি একটা কারণে যা হল ২০০১ চলে যাচ্ছে। আর একটা কারন আজকে মেডিকেলের মার্ক দেখলাম ১২০০ দিয়েছে, তাই ভাবছি তুমি আমাদের ডাক্তার হচ্ছো। আজ ৩০ তারিখ, কালকে রাত্রে আমার একটা প্রোগ্রাম আছে, তাই হয়তো কালকে লিখতে পারবো না। এ কারণে এ বছরের শেষ শুভেচ্ছা দিলাম আজকেই। আচ্ছা আমার চিঠিটা পড়তে কি খুব বিশ্রী লাগছে? যদি লাগে তাহলে Sorry. যদিও দুটা পৃষ্ঠা নিয়েছি কিন্তু এখন ভাবছি আর কি লিখবো? তোমার চিঠিটা পড়লাম এখনি আবার। দেখলাম কত মার্জিত তোমার চিঠি। আর আমারটা পাগলের মত হিজিবিজি লাগছে, তাই না?
জানো, আজকে অনেকগুলাে মন খারাপ হবার মত কথা শুনলাম, তাই আমার মনটা খুবই খারাপ। শুধু একটু পর পর চোখ দিয়ে পানি পড়ছে আর মুছছি। তোমার ক্যাসেটটা আজ শুনেছি অনেকবার এবং এখনও। মনটা মানুষের সবার যদি এরকম হতো খুব ভাল হতো মনে হয়। একেক জনের মন একেক রকম হওয়ায় কারো সঙ্গে কারও মিল থাকে না।
আম্মু আজকে আমার কোনো কথাই বিশ্বাস করছে না। সবার আমার উপর থেকে আদর স্নেহ উঠে গেছে। আচ্ছা তুমি ভেবোতো আমি কি খুব মিথ্যা বলি? এবং এটা তুমি অবশ্যই তাড়াতাড়ি জানাবে। এখানে আমি একদম একা। কেউ নেই, যে যার মত করে দিন চালাচ্ছে। আমাকে সময় দেবার মত কেউ নেই।
Please মন খারাপ করো না। মন খারাপ থাকায় অনেক কিছু লিখলাম। আর লিখা বুঝতে অসুবিধঅ হলে খুব কষ্ট করে পড়ে নিও।
N:B: অবশ্যই চিঠি দিবা, আমার মত বড় করে।
---মায়াবী---
৩০১২২০০১

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৫ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




