অনেক দিন ধরেই ভাবছিলাম ডাইরি লিখব। যদি সময় হয় তো লিখতে ইচ্ছে করে না, ইচ্ছে হয় তো সুযোগ হয় না। আজ হুট করেই
লিখতে বসলাম। হয়ত বেশি দিন আর লেখা লেখির সুযোগ হবে না।
আসলে আমার মন পাখিটাকে খুব মিস করছি। আমি জানি দিন দিন সে আমাকে উপেক্ষা করছে। দূরে সরে যেতে চাইছে। ও হয়ত ভাবছে, সে এভাবে দূরে ঠেলে দিতে দিতে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে। ব্যস হয়ে গেল ব্রেক আপ। আমার ইমোশনাল ইমেজটা ঝাপসা থাকবে, এভাবে একটু একটু করে দূরে ঠেললে।
পাগলি মেয়ে ওটা। আমাকে আজও চিনল না। আমি চুপ আছি, তার মানে এই না যে আমি তার মনের ভাবনা টা জানি না। ১৯ বছরের চেনা জানা। এমন একটা রাত/দিন নেই যে মায়াবীকে আমি মনে মনে ভেবে ঘুমাইনি বা সে কি করছে সেটা কল্পনা করিনি। খোদা জানে। তাঁর কাছে নাকি সব কিছু লেখা থাকে, একটা খোলা বইয়ে। হাসরের ময়দানে আল্লাহ যেন মায়াবীকে দেখায়।
মায়াবী যেটাই বলে সেটাই করি। এটুকু ভেবে যে,ওর যাতে কোন সমস্যা না হয়। ওর সাথে কেউ যেন খারাপ ব্যবহার না করে। সে অমুক সময় ফোন দিতে মানা করে,বলে যে ফেসবুক ম্যসেন্জার এ টেক্স দেয়া যাবে না, দেখা করা যাবে না, তমুক সময় ফোন দেয়া যাবে না। কোথাও বসে এক সাথে নাস্তা করা যাবে না ইত্যাদি ইত্যাদি...

মায়াবী শোন, তোমার জন্যে এত কিছু ছেড়েছি আর দুনিয়া ছাড়তে পারব না, এটা ভাবা তোমার ঠিক হবে না।
তোমার জন্যে সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখছি। যাতে কখনও আমাকে মনে পড়লে তুমি তোমার-আমার সময় টাকে খুঁজে পাও।
তোমার সবটুকু ভাল রাখার জন্যে আমার আপ্রাণ চেষ্টা ছিল, আছে। যখন থাকব না, তারও জন্যেও...
ডাইরী থেকে সংগৃহীত: ১৫০১২০২০
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৫ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




