
আমি নীল আকাশের ঠিকানায় চিঠি দিয়েছিলাম,
তুুমি কি এখন মেঘবালিকা হয়ে পুরো আকাশ জুড়ে থাকো?
ফুরফুরে মেজাজে উড়ে বেড়াও?
গুনগুনিয়ে গান গাও?
আমার বিরহে কাল মেঘ হয়ে ঘনিয়ে আসো?
কিংবা অসহ্য হলে এলোমেলো হয়ে সব তছনছ করতে এগিয়ে যাও...
মায়াবী আমার,
মনের মানুষ আমার,
এই সুন্দর রোদেলা সকাল শুধুই তোমার...
------------- শুভ সকাল।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৫ সকাল ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




