আজ পহেলা রমজান। মুসলমানদের পবীত্র সংযমের মাসের সূচনা। এই মাসের অন্যতম মাজেজা বা শিক্ষনীয় বিষয় হলো সংযম। পঁাচ ইন্দ্রিয়ের সংযম, সাথে মনের সার্বিক সংযম।
এবার দেখা যাক আমরা আসলে কী করি ?
রমজান আসলেই আমরা ব্যস্ত হয়ে যাই মুখরোচক খাবার তৈরিতে এবং অবশ্যই খেতে। আমাদের মধ্যে যারা ব্যবসায়ী, তারা নিশ্চিন্তে নিত্যপ্রয়োজনীয় জিনিষ এবং বিলাষ সামগ্রী, সাথে জামা কাপড়ের দাম পূণর্নির্ধারণ করি। যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে, তারা হঠাৎ করে অনেক বেশি কর্তব্যপরায়ন হয়ে উঠি, একটু পান থেকে চুন খসলেই মোটা অংকের জরিমানা (চঁাদাবাজীও বলতে পারেন) করি, যাতে করে আমাদের পরিবার পরিজন ঈদের বাজার করতে পারে। নামাজের অজুহাতে একটার সময় কর্মস্থল ত্যাগ করি। এত কিছু করে নামাজের সময় কই ? তাছাড়া, এত বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতী নিতে গিয়ে প্রায়শই রোজা-ই রাখতে পারিনা। এভাবে আরো অনেক কথাই বলা যাবে, যেগুলো আমাদের অসীম সংযমের (!) উদাহরণ হিসাবে দেখানো যাবে।
এবার আপনারাই বিবেচনা করুন, আমরা সংযম পালন করলাম কোন দিক থেকে ? !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




