আমরা কেন খামোখা ইভ টিজারদের গালাগালি করছি। তাদের তো কোন দোষ নাই। আমাদের জাতীয় বীরদেরকে তারা অনুসরণ করছে মাত্র। তাহলে এবার আসুন দেখি আমাদের কিছু কিছু জাতীয় বীরের কর্মকান্ড:
১) বিশিষ্ট ক্রিড়া সংগঠক, জাতীর জনকের পুত্র শেখ কামাল: দেশের একজন বিশিষ্ট ক্রিড়াবিদ, স্বনামধন্য এ্যাথলেট সুলতানার দোষ ছিল তিনি ছিলেন সুন্দরী। তাঁর রূপে, গুণে মুগ্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে শেখ কামাল তাঁার ইচ্ছার বিরুদ্ধে উঠিয়ে নিয়ে বিয়ে করেন (নিতান্ত বেঈমান না হলে সুলতানার আত্মিয় স্বজন কথাটা স্বীকার করবেন)।
২) বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জাতীর জনকের আরেক পুত্র শেখ জামাল: তিনিও কম যাননি তাঁর ভাইয়ের চেয়ে। তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন আরকেজনের বিবাহিতা স্ত্রীকে (মেজর ডালিমের স্ত্রীকে), যার খেসারত তাঁর পরিবারকে দিতে হয়েছে অত্যন্ত মর্মান্তিকভাবেই।
সম্প্রতি প্রথমজনের জীবনী বিদ্যালয়ের শিশুদের পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার ঘোষনা হয়েছে। পাঠ্যপুস্তকে আমরা কাদের জীবনী প্রকাশ করি, কাদের জীবনী আমাদের বচ্চাদের পড়াই ? যাদেরকে তারা আদর্শ মনে করবে, যাদেরকে অনুসরণ করে এই সব কোমল মতি শিশুরা নিজেদেরকে গড়ে তুলতে পারে। আর এখানে আমরা প্রকাশ করছি কার জীবন বৃত্তান্ত ? এতে করে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে কাদেরকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি ?
এখন যদি তাদের জীবন চরিত অনুসরণ করে আমাদের সোনার (পুরুষদের কোমরের নীম্নাঞ্চলের একটি অঙ্গও বলতে পারেন) ছেলেরা যা করছে, সেজন্য কি তাদের দোষ দেওয়া সমীচীন ? এদের এইসব কাজের জন্য এদের গালাগালি করার মানে তো তাদের আদর্শকে, আমাদের জাতীয় বীরদেরকেই গালাগালি করা। এটা কি রাষ্ট্রদ্রোহীতার পর্যায়ে পড়ে না ?
বিচারের ভার আপনাদের ওপরই ছেড়ে দিলাম।
পুনশ্চ: জাতীয় শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই আমি এই লেখাটা লিখছি। অনুগ্রহ করে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতা মামলা করবেন না।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




