রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ আমাদের মন্ত্রী মহোদয়দের বলছি:
দয়া করে চলাচলের জন্য হেলিকপ্টারে চড়ুন, আমাদের ক্ষ্যামা দেন। এমনিতেই ট্র্যাফিক জ্যামের কারণে ঢাকা শহরে চলাচল করতে পারি না, এর উপর যদি আপনারা চলাচলের জন্য রাস্তার বারোটা বাজিয়ে রাখেন, তাহলে আমরা কোথায় যাবো ?
আমার এই প্রস্তাব কিন্তু আপনাদের জন্য লাভজনক। কারণ :
১) এত করে আনেকগুলো হেলিকপ্টার কিনতে হবে। নতুন করে টেন্ডার হবে। আপনাদের দলীয় ক্যাডাররা রাতারাতি কোম্পানী ফর্ম করে সেই ঠিকাদারী নিবে। ২ টাকার কাজের জন্য ২০০ টাকা বিল করতে পারবে (এর ভাগ আপনারাও পাবেন
২) এই সব হেলিকপ্টারের জন্য পাইলট লাগবে। আপনাদের দলীয় ক্যাডারদের সব চাকুরী দিবেন (মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার মন্তব্য দ্রষ্টব্য)।
৩) হেলিকপ্টারগুলো ল্যান্ড করানোর জন্য হেলিপ্যাড বানাতে হবে। সেক্ষেত্রে পয়েন্ট ১ এ বর্ণিত সুবিধাগুলো পাবেন।
এর পরও বলি আমাদের ক্ষ্যামা দেন। আপনাদেরও সময় বাঁচবে, আমাদেরও জীবন বাঁচবে (আমাদের জীবন ও জীবিকার সাথে সময়ের সম্পর্ক খুবই নীবিঢ়)।
কাজেই আশা করছি আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




