তৈরী পোশাক শিল্পে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি হিসাবে ধরা হয় ভারতকে। বাংলাদেশ তার তৈরী পোশাক শিল্পের বাজার হারালে সবচেয়ে লাভবান হবে ভারত - এ বিষয়ে কোন সন্দেহ নাই।
হা-মিম গ্রুপ বাংলাদেশের গার্মেন্টস খাতে একটি খুবই ভালো শিল্প উদ্যোক্তা। প্রকৃতপক্ষে কম্প্লায়েন্ট বলতে যা বোঝায়, এদরে সব কারখানাই তাই। এধরণের কারখানার জন্যই বাংলাদেশ বিশ্ব বাজারে সুনামের সাথে টিকে আছে। কয়েক দিন আগে শোনা গেল আগুন লেগেছে ইয়াংওয়ান গ্রুপের কারখানায়। ইয়াংওয়ান গ্রুপেরও আন্তর্জাতিক বাজারে যথেষ্ট সুনাম রয়েছে। বেছে বেছে এসব কারখানায় নাসকতা কি আপনাদের এতটুকু সন্দিহান করে না ? এর পিছনে কাদের হাত রয়েছে?
মাননীয় (?) ম্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন যে, এটা নাশকতামূলক কাজ। কিন্তু তিনি যেটা বলেননি, বা বলতে চাননি, তা হলো: এই নাশকতায় লাভবান হবে কে? তিনি ইঙ্গিত করেছেন বিরোধীদলের প্রতি। আসলে তিনি এই বিবৃতির মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছেন। বিরোধী দলকে চেপে ধরার যেমন একটা অজুহাত পেয়েছেন - তাদের কিছু কিছু নেতা নেত্রীকে ধরে একটু ডলা দিতে পারবেন, তেমনি তাদরে প্রভু, ভারতের অপকর্ম ঢাকার সুযোগ পাবেন। নাহ্ শেষ পর্যন্ত আমাদের ম্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ করতে পারলেন যে, তাঁর মাথায় সারের পাশাপাশি কিছু ঘিলুও আছে।
আমার কথাগুলো মনে হতে পারে খন্দকার দেলোয়ার হোসেনের কথা, কিন্তু এই পোস্টে মাইনাস দেওয়ার আগে একটু ঠান্ডা মাথায়, নিরপেক্ষভাবে চিন্তা করে দেখবেন আমার কথায় যুক্তি আছে কিনা।
আপনাদের সময় নষ্ট করার জন্য দূ:খিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




