স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে মাশরাফি
ঢাকা: নিয়তির কাছে আবারও হারলেন মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ের সময় ডান হাঁটুতে চোট পান তিনি।
প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে আবাহনীর নেতৃত্ব দিচ্ছেলেন নড়াইল এক্সপ্রেস। বিকেএসপি মাঠে নন স্ট্রাইকিং ব্যাটসম্যান হিসেবে রান নিতে গিয়ে আচমকা হাঁটু ঘুরে মাঠে লুটিয়ে পড়েন মাশরাফি। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় অধিনায়ককে।
বিশ্বকাপের আগে মাশরাফির চোট বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
আঘাতের পরিমাণ বেশি হলে দেশের মাঠে স্বপ্নের বিশ্বকাপ খেলা হবে না নির্ভারযোগ্য এই পেসারের। যদিও মেডিক্যাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এবিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেন না ক্রিকেট বোর্ডের চিকিৎসক মোহাম্মদ মনিরুল আমিন সাম্মি।
আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মাশরাফি। ফোন করতেই কাতর কন্ঠে জানান,“ভাগ্য খারাপ। আবারও ব্যাথা পেয়েছি। হাঁটু ঘুরে গেছে।”
গলা ধরে আসছিলো নড়াইল এক্সপ্রেসের। এরচেয়ে বেশি কিছু বলতে পারেননি। চোটের কাছে বারবার স্বপ্নের অপমৃত্যুতে কতই বা মন শক্ত রাখা যায়। মাশরাফিও পারেননি।
হাঁটু স্ক্যান করাতে এপোলো হাসপাতালে নেওয়া হচ্ছে। ফিজিও মাইকেল হেনরি ছুটিতে অস্ট্রেলিয়ায় এবং ক্রীড়া বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস চৌধুরীও ছুটি নিয়ে ব্যাংককে থাকায় মাশরাফির দেখভাল করবেন বিসিবির আরেক চিকিৎসক আমিন।
মাশরাফির ডান হাঁটুতে অন্তত তিনবার অস্ত্রপর হয়েছে। সর্বশেষ ২০০৯ সালের আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ত্রপচার হয় দইু হঁটুতে। প্রায় একবছর পরিচর্যা শেষে খেলায় ফেরেন। শ্রীলঙ্কায় এশিয়ান গেমস এবং ইংল্যান্ড, আয়ারল্যান্ড সফরে নেতৃত্ব দেন। ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গোড়ালিতে আঘাত পেলে সিরিজের বাকি ম্যাচ খেলা হয়নি। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ফর্ম ফিরে পান দেশের শীর্ষ পেস বোলার। ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেও দারুণ খেলেছেন। বিধিবাম পরের ম্যাচেই অঘটনের শিকার।
চোটের সঙ্গে মিতালি গড়ে নিয়েছেন পেসার মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে চোট তার নিত্য সঙ্গী। সুস্থ্য থেকে টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন খুব সময়ই।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




