সারা বিশ্বে বিচার বিভাগের নিরপেক্ষতা বোঝাতে দাড়িঁ পাল্লা হাতে চোখ বাঁধা এক নারীর অবয়ব ব্যবহার করা হয় এবং বলা হয় যে, বিচার ব্যবস্থা হলো অন্ধ। সে সবাইকে একই দৃষ্টিতে দেখে। আর আমাদের দেশে আমরা দেখি এই বিচার ব্যবস্থা অন্ধ নয়, কানা। সে এক চোখে দেখে। গত কয়েক মাস জুড়ে যে হারে রাজনৈতিক বিবেচনায বিভিন্ন অপরাধের মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং প্রক্রিয়া চলছে, তাতে করে এর চেয়ে ভালো মন্তব্য করা সম্ভব নয়, দূ:খিত। মামলা যদি ভূয়াই হবে, তবে তা' আদালতে প্রমাণ হয়ে যাক। স্বচ্ছ পদ্ধতিতে কলঙ্ক মোচন হোক তথাকথিত ভালো লোকদের। গতকালকের পত্রিকায় দেখলাম ৫২ টা ডাকাতী মামলা রাজনৈতিক বিবেচনায প্রত্যাহার করার প্রক্রিয়া চলছে। কয়েক দিন আগেই দেখলাম ডাকাতীর মালামালসহ ধরা পড়া খুনের আসামীকেও একই প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা হয়েছে। আমার তো মনে হচ্ছে এই সরকারের আমলে আওয়ামী লীগ কর্মীদের মত বিচারপতিরাও কোটিপতি হবার প্রতিযোগিতায় সামিল হয়েছেন। তবে এর পিছনেও বহু সরকার দলীয় দালালের যোগসাজস থাকতে পারে।
জানি এই লেখার উপর অনেক মাইনাস পবো, তারপরও আমার মনে হয়েছে এই ইস্যুটা সামনে আসা খুব জরুরী। আমার তো অবস্থা দেখে মনে হচ্ছে, প্রকৃতপক্ষে যে সব মামলায় সাজা অনিবার্য, সগুলোকেই বেছে বেছে প্রত্যাহার করা হচ্ছে। নাহলে তো সেগুলো আদালতে জনসম্মুখে বিচার করে কলঙ্কমুক্ত করা যেত; পিছন করজা দিয়ে যেতে হতো না।
আমার এই লেখা কারো রাজনৈতিক মতাদর্শে আঘাত করে থাকলে দূ:খিত।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




