আমাদের বর্তমান সরকার প্রথম থেকেই পিপিপি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশীপ এর উপর গুরুত্ব আরোপ করে আসছে। এখন আমরা একটু দেখি পাবলিক বলতে আমরা কী বুঝি। পাবলিক বলতে আমরা বুঝি সরকারী, বা জনগণ সংক্রান্ত বিষয়াদি, যেগুলোয় ব্যক্তি মালিকানা নাই। অপরদিকে প্রাইভেট হলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন বিষয়াদি। এবার পার্টনারশীপের দিকে আসা যাক - অংশীদারিত্ব, অর্থাৎ এর মধ্যে থাকবে অর্থনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিকসহ সব ধরণের সহযোগিতা, সহমর্মীতা, সহভাগীতা, ইত্যাদি, ইত্যাদি।
এখন দূ:খের বিষয় হলো, বিশ্ব ব্যঙ্ক আমাদের এই পিপিপি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশীপ এর মর্মই বুঝলো না, উল্টো আমাদের মত একটা সম্মানিত জাতির প্রতি দূর্নীতির অভিযোগ দিয়ে দিলো! এখানে যে পিপিপি এর এতো সুন্দর একটা ক্ষেত্র তৈরী হয়েছিল সেটা বুঝলই না!! এখনে আমাদের পাবলিক (মন্ত্রী, মন্ত্রণালয়, সরকার, আর কোন কোন দূর্জনের মতে স্বয়ং সরকারপ্রধান অর্থাৎ তাবৎ সরকার) আর প্রাইভেট (মন্ত্রীর নিজস্ব বা পারিবারিক মালিকানাধীন প্রতিষ্ঠান) এর মধ্যে যে পার্টনারশীপ (যোগসাজশ, আর্থিক লেনদেন ও সহযোগিতা) গড়ে উঠেছিল সেটাকে এভাবে দূর্নীতির অপবাদ দিয়ে নষ্ট করে দিল!!!
আপনারাই বলেন, এর পর কি বিশ্ব ব্যাঙ্কের কোন অধিকার আছে নিজেদের শিক্ষিত, জ্ঞানী হিসাবে দাবী করার ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




