বসন্তের নতুন নাম শাহবাগ
---------------------------
ক্যালেন্ডারের পাতায় নয়,
শাহবাগে আমি দেখেছি বসন্ত।
ফাগুনের আগুন বয়ে চলা নারীতে নয়,
প্রতিবাদী স্লোগানে জেনেছি এসেছে বসন্ত।
কিশোরীর খোপাঁয় গোজাঁ হলুদ ফুল নয়,
তরুণের দৃপ্ত শপথ বলে ওঠে এখন বসন্ত।
ভ্রমর আকুল করা ফুলের মৌ মৌ সুবাস নয়,
ঘর্মাক্ত বিপ্লবীর গায়ের গন্ধ বলে এই তো বসন্ত।
প্রেমে মাতোয়ারা যুবক যুবতীর দুষ্ট মিস্টি খুনসুটিঁ নয়,
স্লোগানে স্লোগানে ছোট্ট মেয়ে জানিয়ে গেল কালটা বসন্ত।
বাংলা একাডেমীর বাংলা অভিধানে পাইনি তবু নিশ্চিত জানি,
লাখো প্রাণের এই যে মিলনমেলা শাহবাগ, তার অপর নাম বসন্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




