অ-প্রেম
দুষ্টু কথায় মুখটা তো ভার, প্রশ্রয় কেনো চোখে?
হাত ছোয়াঁছোয়িঁ, পিঠ ঠোকাঠুকি,
বেখেয়ালী স্পর্শগুলো হঠাৎ করেই হয় সাহসী।
ওমা সে কি তোমার চোখে লজ্জা শুধুই ,
ঘৃণা কোথায় নারী?
একটু প্রশ্রয় দিতে না দিতেই লাগামছাড়া মুখ।
অল্প অল্প হঠাৎ ছোয়াঁ মনে শিহরণ,
... লজ্জায় সেটা পালটে দিতে তোমার এত ছল।
ওমা সেকি তোমার চোখে কাম যে শুধুই,
সংযম কোথায় পুরুষ?
কবিতায় জীবন খোঁজা-৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




