তিন পর্ব
রূপ পর্ব
একটু কান পাততেই খুব শুনেছিলাম তোমার কথা,
দশের কথায় তোমায় দেখে আমিই হলাম একাদশ।
একাদশ থেকে এক হতে চাওয়ার আগেই দেখি-
তুমি আর নেই, আছো তোমরা।
গুণ পর্ব
তুমি রূপের রাণী, তোমার গুণের ভাঁড়ে মা ভবানী
সান্ত্বনা ভেবে এসব লিখে ভরছি যখন আমার কবিতার খাতাটা,
হঠাৎ আমার সামনে পড়ে তোমার খাতার ছেড়াঁ দু’এক পাতা।
মণিমুক্তোয় ঝলসায় চোখ, আমার খাতায় শুধু ছাইপাশ।
পাপ পর্ব
দূর থেকে দেখতাম, সেই কত ভালোছিলো।
মুখোমুখি চোখাচোখি, বড় ভুল হয়ে গেল।
কবিতার খাতা ছুড়ে ফেলে নিয়েছি এখন গণিত খাতা,
তোমরা থেকে যোগ- বিয়োগে যদি বা হয় আমরা।
পরিশিষ্ট
রূপে গুণে তুমি আছো,পাপে শুধু আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




