আলোই চাই কিন্তু...
তোমায় আমি দিতে চেয়েছিলাম,
শিশুর প্রথম জোনাকি দেখার বিস্ময়।
কিন্তু তুমি ফ্ল্যাশলাইটের আলোয় বড় বেশি সচ্ছন্দ।
তাই তোমার জোনাকি দেখা হয়নি,
আমার ও হয়নি ফ্ল্যাশলাইটে আসা।
আর আমাদের হয়নি যা হতে পারতো।
অথচ কি আশ্চর্য!
আমরা দুজনেই আলোই পছন্দ করি।
(২৭/১২/২০১৪)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




