পথিক
চেনা পথ হারালেই নতুন পথের শুরু;
অজানা ভয়ে তাই পথিকের হৃদয় দুরুদুরু।
এগোলো কি ভুল হবে, নাকি হবে পাপ;
যা বয়ে আনতে পারে আমৃত্যু অভিশাপ।
অজানা কে জয়ের সে শুনেছ কত কিংবদন্তি;
ইতিহাস ভুলে গেছে তাঁদের, যারা করেছিল ভ্রান্তি।
তবুও দ্বিধা কে পিছনে ফেলে তার রথের চাকা;
সে যে পথিক, পথেই তো তার পরিচয় আঁকা।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




